৩ দিন! SSC চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারকে ডেডলাইন বিচারপতি বসাকের, কারণ কী?

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় (Recruitment Scam) একাধিকবার আদালতের প্রশ্নের মুখে পড়েছে স্কুল সার্ভিস কমিশন (School Service Commission), এদিনও তার ব্যতিক্রম হল না। ভরা এজলাসে ফের কলকাতা হাই কোর্টের বিচারপতির ভর্ৎসনার মুখে এসএসসি। আপনারা কী লুকোতে চাইছেন? কেন লুকোতে চাইছেন? উচ্চ স্বরে এসএসসিকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের (Justice Debangsu Basak)। যদিও প্রশ্নের কোনও জবাব দিতে পারেনি কমিশন।

আদালতের সকল প্রশ্নের জবাব দেওয়ার জন্য আগামী সোমবার অবধি সময় দিয়েছে হাইকোর্ট। সেদিনই সকল প্রশ্নের জবাব দেওয়ার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন এসএসসি (SSC) চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। এসএসসি নিয়োগ সংক্রান্ত মামলার পরবর্তী শুনানি আগামী সোমবার হবে বলে খবর।

   

কলকাতা হাই কোর্টের (Calcutta Hight Court) বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি চলছে। এই মামলার শুনানির জন্য আদালতের তরফ থেকে শুক্রবার স্কুল সার্ভিস কমিশন বোর্ডের সকল সদস্যদের তলব করা হয়েছিল। সেই অনুযায়ী নির্দিষ্ট সময়ের মধ্যে এজলাসে উপস্থিত হন এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার। সঙ্গে ছিলেন আরও দুই সদস্য। গতকালের শুনানিতে একাধিক প্রশ্নের সম্মুখীন হতে হয় সিদ্ধার্থবাবুকে।

বিশেষত ওএমআর স্ক্যাম এবং মূল্যায়নকারী সংস্থা NYSA সংক্রান্ত বেশ কয়েকটি প্রশ্ন করেন বিচারপতি দেবাংশু বসাক। জবাবে স্কুল সার্ভিস কমিশনের আইনজীবী জানান, আজ তাঁর পক্ষে এই উত্তরগুলি দেওয়া সম্ভব নয়। কমিশনের কাছ থেকে নির্দিষ্ট করে উত্তর নিতে হবে, এরপরেই জবাব দেওয়া সম্ভব বলে জানান তিনি। এসএসসি আইনজীবীর এই কথায় বেশ ক্ষুব্ধ হয় হাই কোর্ট।

প্রশ্নের উত্তর চাওয়া হলেই পাল্টা সময় চাওয়া হয়, এভাবে চলতে থাকলে মামলা কীভাবে এগোবে? স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীকে প্রশ্ন করেন বিচারপতি। আইনজীবী পাল্টা বলেন, এই এজলাসে শুনানি কীভাবে হয় আপনি দেখেছেন? ঠিক ভাবে দাঁড়ানোয় জায়গা থাকে না। শেষ চার পাঁচ দিন বসার মতো চেয়ারও পাওয়া যায়নি। আদালত কী প্রশ্ন করছে কিংবা বাকিরা কী বক্তব্য রাখছে ঠিক ভাবে লিখব কী করে?

hc ssc

আরও পড়ুন: প্রমাণ নেই, সন্দেশখালির মহিলাদের ওপর কোনো অত্যাচার হয়নি! বিস্ফোরক তৃণমূলের সৌগত রায়

জবাবে বিচারপতি বলেন, কী করা যাবে বলুন? এই এজলাস যে ছোট আমরা জানি। আমাদের এসএসসির মতো অনেক বড় বড় বাড়ি নেই যে একটা বাড়ি থেকে সুপারিশ পত্র দেওয়া হবে, একটা বাড়ি থেকে এসএমএস পাঠানো হবে। অন্যদিকে বিতর্কিত চাকরিপ্রাপকদের আইনজীবী প্রতীক ধর আবার বলেন, বৈদ্যুতিন নথির A,B,C,D জানে না সিবিআই।

সম্প্রতি সিবিআইয়ের তরফ থেকে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে একটি হলফলনামা পেশ করা হয়। সেখানে Data Scantech বলে একটি সংস্থার উল্লেখ ছিল। ওএমআর স্ক্যান এবং মূল্যায়নে এই সংস্থার ভূমিকা ছিল বলে জানায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এসএসসি চেয়ারম্যান এই হলফনামা পড়ে দেখেছেন কিনা জিজ্ঞেস করেন বিচারপতি। উত্তরে সিদ্ধার্থ মজুমদার জানান, এই নাম তিনি প্রথমবারের জন্য শুনছেন। ফেব্রুয়ারি মাসে দাখিল হওয়া হলফনামা এখনও পড়ে দেখার সময় পাননি। এর সঙ্গে কত মানুষের জীবন জড়িয়ে আছে, বলেন বিচারপতি।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর