বহু শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত বাতিল! হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার

Published on:

Published on:

Follow

বাংলা হান্ট ডেস্কঃ হাইকোর্টে (Calcutta High Court) বড়সড় ধাক্কা খেল রাজ্য সরকার। সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদে কি চাকরির সুপারিশ করার অধিকার রয়েছে স্কুল সার্ভিস কমিশনের (School Service Commission)? মামলার শুনানি শেষে রায়দান স্থগিত রেখেছিল হাইকোর্ট। বৃহস্পতিবার সেই সংক্রান্ত মামলার রায়দান হল। উচ্চ প্রাথমিকের নিয়োগে সুপার নিউমেরারি বা অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত খারিজ করে দিয়েছেন বিচারপতি বিশ্বজিৎ বসু৷

হাইকোর্টে রাজ্য সরকারের সিদ্ধান্ত বাতিল | Calcutta High Court

কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় অতিরিক্ত শূন্যপদের নিয়োগ করেছিল রাজ্য। উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা ও শারীরশিক্ষা বিষয়ে মোট ১৬০০ সুপার নিউমেরারি পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। ২০২২-র ১৯ মে এবং ১৪ অক্টোবর বিজ্ঞপ্তিও জারি হয়। তবে এই নিয়ে মামলা চলছিল হাইকোর্টে। বৃহস্পতিবার সেই অতিরিক্ত শূন্যপদ বাতিলের নির্দেশ দিল হাইকোর্ট।

বিচারপতি বসুর সিঙ্গল সিঙ্গেল বেঞ্চের পর্যবেক্ষণ, ‘রাজনৈতিক নৈতিকতার কাছে সাংবিধানিক নৈতিকতা কখনও মূল্যহীন হয়ে যায় না।’ পর্যবেক্ষণে আদালত আরও জানায়, রেগুলার নিয়োগের মত সুপার নিউমেরারি পদ তৈরি করা যায় না। বিশেষ পরিস্থিতিতে ওই পদ তৈরি করা হয় শুধুমাত্র।

উল্লেখ্য, ২০১৬ সালে স্কুল এসএসসির মাধ্যমে নিয়োগের ক্ষেত্রে একাধিক দুর্নীতির অভিযোগ একাধিক মামলা দায়ের হয় আদালতে। উচ্চ প্রাথমিকে শারীরশিক্ষা এবং কর্মশিক্ষা বিষয়ে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের মধ্যে থেকে নিয়োগ করার জন্য সুপার নিউমেরারি পদ তৈরি করেছিল রাজ্য সরকার। সেই অভিযোগ তুলে মামলা দায়ের হয় হাইকোর্টে।

অতিরিক্ত শূন্যপদে চাকরির সুপারিশ করতে পারে এসএসসি? এই সুপার নিউমেরারি পোস্টের ক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের ভূমিকা কি? অতিরিক্ত শূন্যপদ সংক্রান্ত রাজ্যের ২০১৬ ও ১৮ সালের আইনের মধ্যে পার্থক্য থাকার পরও কর্মশিক্ষা ও শারীরশিক্ষায় অতিরিক্ত শূন্যপদের নিয়োগ কিভাবে হল? এসব প্রশ্ন তুলে মামলা হয়।

Calcutta High Court

আরও পড়ুন: কাউন্টার তৎকাল টিকিটে নতুন কড়াকড়ি! OTP দিলেই মিলবে টিকিট, জানুন কারা পাবেন

বৃহস্পতিবার ২০২২ সালের দু’টি বিজ্ঞপ্তি বাতিল করেছে হাইকোর্ট। যার ফলে কর্মশিক্ষায় ৭৫০ ও শারীরশিক্ষায় ৮৫০ শূন্যপদে নিয়োগে সিদ্ধান্ত বাতিল হয়ে গেল। ১৬০০ অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত ভুল বলে জানিয়েছে হাইকোর্ট। আদালতের পর্যবেক্ষণ, প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পরে এ ভাবে অতিরিক্ত শূন্যপদ তৈরি করা যায় না। মেয়াদ উত্তীর্ণ ওয়েটিং লিস্ট থেকে এ ভাবে চাকরিও দেওয়া যায় না। এই মামলার বাকি শুনানি জানুয়ারি মাসে।