৪০-এর কোঠায় পশ্চিমবঙ্গের তাপমাত্রা! সন্ধ্যার বৃষ্টি খানিক স্বস্তি দেবে এই জেলাগুলিকে, আবহাওয়ার খবর

বাংলা হান্ট ডেস্ক : আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে ছিল গরমের দাপট৷ সকাল থেকেই তাপমাত্রার বাড়বাড়ন্ত (West Bengal Weather)। গ্রীষ্মের শুরুতেই জীবন দুর্বিষহ করেছে৷ কিন্তু কেন্দ্রীয় মৌসম ভবনের (IMD) তরফ থেকে যে আপডেট দেওয়া হয়েছে, তাতে দেখা যাচ্ছে সকালের দিকে গরম থাকলেও দক্ষিণবঙ্গের (South Bengal) একাধিক জেলায় রাতের দিকে বৃষ্টির দাপট দেখা যেতে পারে৷ এর জেরে সন্ধ্যার পর বেশ কিছুটা কমতে পারে তাপমাত্রার পারদ৷

এক নজরে আজকের আবহাওয়া :

সর্বোচ্চ তাপমাত্রা : ৩৭.৯°সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা : ২৭.৪° সেলসিয়াস
আর্দ্রতা : ৮৮%
বাতাস : ১৩ কিমি/ঘন্টা
মেঘে ঢাকা : ৬৪%

কলকাতার আবহাওয়া : কলকাতা ও আশপাশের এলাকার আকাশ অংশত মেঘলা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৫ থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। গত মঙ্গলবার ছিল ২৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ।

india pakistan weather update

উত্তরবঙ্গের আবহাওয়া : দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এছাড়া জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তিন জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী ২৪ ঘন্টা অর্থাৎ ৭ এপ্রিল শুক্রবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এ বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে। পরবর্তী দিন পাঁচেকে উত্তরবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া : পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা বৃষ্টি হতে পারে। বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতর। আগামী ২৪ঘন্টা দক্ষিণবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে।

আগামীকালের আবহাওয়া : আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী পাঁচ দিনে টানা বৃষ্টির সম্ভাবনা নেই৷ শুষ্ক আবহাওয়া থাকবে রাজ্যজুড়ে৷ শুষ্ক আবহাওয়ার কারণে গরমও বৃদ্ধি পাবে তাপমাত্রাও৷ তবে কোনওভাবেই বৃষ্টির সম্ভাবনা নেই বলেই খবর।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর