সুখবর! স্বাস্থ্যকেন্দ্রে শূন্যপদের ঘাটতি মেটাতে নিয়োগ হচ্ছে বিপুল সংখ্যক চিকিৎসক ও নার্স

বাংলা হান্ট ডেস্কঃ নগরোন্নয়ন দফতরের আওতাধীন স্বাস্থ্যকেন্দ্রে তৈরি হয়েছে একাধিক শূন্য পদ। এবার একথা স্বীকার করে নিয়েছেন খোদ রাজ্যের (West Bengal) পুরমন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। যার ফলে চিকিৎসা পরিষেবাতেও বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে। এই কারণে এবার নগরোন্নয়ন দপ্তরে অস্থায়ী চিকিৎসক এবং নার্স নিয়োগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শূন্যপদ পূরণে বড় পদক্ষেপ নিল রাজ্যের (West Bengal) নগরোন্নয়ন দফতর

সোমবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন শহরে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে এই স্বাস্থ্যকেন্দ্র গুলির ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। এরপরেই পরিসংখ্যান দিয়ে তিনি জানিয়েছেন বর্তমানে রাজ্যের (West Bengal) দফতরের আওতাধীন ৯৮৩ টি উপস্বাস্থ্য কেন্দ্র ২২২টি হেলথ অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট, ৪৫টি স্পেশালিটি আউটডোর সেন্টার রয়েছে। এছাড়াও রয়েছে ৭১৬ টি শয্যা বিশিষ্ট ৪২ টি মাতৃসদন।

পুরমন্ত্রী জানিয়েছেন ২০২১-২২ সালে পঞ্চদশ অর্থ কমিশনের আওতাধীন আরবান হেলথ সেন্টার নির্মাণে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছিল। বর্তমানে রাজ্যের (West Bengal) ৭০৩ টি আর আরবান হেলথ সেন্টারের মধ্যে ৫৩২টি চালু রয়েছে। বাকিগুলির নির্মাণ কাজ চলছে। এছাড়াও তিনি জানিয়েছেন বর্তমানে ওই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে মোট ১৬৯১ জন চিকিৎসক এবং ৭৪৭ জন নার্স রয়েছেন। 

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে সুপারিশ পেয়ে ‘রুদ্ধদ্বার’ বৈঠক! দুর্নীতি ধামাচাপা দিতে এই কাজ করতেন পার্থ

তারপরেও তৈরি হয়েছে বিপুল সংখ্যক শুন্যপদ। পরিসংখ্যানের হিসাবে এখনও পর্যন্ত এই স্বাস্থ্য কেন্দ্রগুলিতে ১০২৫টি জন চিকিৎসক এবং ৫১২ জন নার্সের আসন শূন্য রয়েছে। সাময়িকভাবে এই শূন্যপদ পূরণের জন্য এবার বড় পদক্ষেপ নিচ্ছে নগরোন্নয়ন দফতর।
West Bengal

আপাতত এই শূন্যপদ পূরণের জন্য অর্থ দপ্তরের অনুমোদনের অপেক্ষায় রয়েছেন মেয়র। তিনি জানিয়েছেন অস্থায়ী চিকিৎসক নিয়োগের মাধ্যমেই এই সমস্যার সমাধান করা হবে। অন্যদিকে তৃণমূল বিধায়ক অপূর্ব সরকারের নাইট গার্ড ও সুইপার সংকটের প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছেন সরকার সবকিছু একা করতে পারে না। এটা সংশ্লিষ্ট পৌরসভারও দায়িত্বের মধ্যে পড়ে।

Anita Dutta
Anita Dutta

অনিতা দত্ত, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৪ বছরের বেশি সময় ধরে সাংবাদিকতা পেশার সাথে যুক্ত।

সম্পর্কিত খবর