ঠান্ডার দাপট বেড়েছে রাজ্যে, সকালে কুয়াশায় ঢাকল রাস্তা, আর কতটা নামবে তাপমাত্রা

Published on:

Published on:

West Bengal Weather cold grips the city mercury drops below 15 degrees
Follow

বাংলা হান্ট ডেস্ক: নভেম্বর শুরু হতে না হতে দক্ষিণবঙ্গে (West Bengal Weather) উত্তরের হাওয়ার দাপট দেখানো শুরু করে দিয়েছে। শীতল পশ্চিমী হাওয়ায় বাংলায়ফের কমলো তাপমাত্রা। এমনকি পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা নামলো ১৫ ডিগ্রী সেলসিয়াস। আর কলকাতার তাপমাত্রা ছিল ১৮ ডিগ্রী সেলসিয়াসের ঘরে। আবহাওয়ার দফতরের তরফ থেকে এই আবহাওয়া এই রকমই থাকবে বলে জানিয়েছে।

শহরে জাঁকিয়ে শীত, পারদ নামল ১৫ ডিগ্রির নিচে (West Bengal Weather)

আবহাওয়ার দফতরে তরফ থেকে জানানো হয়েছে, ওড়িশা ও ঝাড়খন্ড শৈত্য প্রবাহ পরিস্থিতি বজায় থাকবে। এছাড়াও আলিপুর আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, মধ্য বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণাবর্ত ক্রমাগত শক্তি হারাচ্ছে। যার ফলে দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় ওই ঘূর্ণাবর্তটি রয়েছে। এর পাশাপাশি আরও একটা ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর তামিলনাড়ু সংলগ্ন এলাকায়। এদিকে বাংলার পশ্চিমে জেলাগুলিতে শীতের আমেজ জাঁকিয়ে বসল (West Bengal Weather)।

West Bengal Weather cold grips the city mercury drops below 15 degrees

আরও পড়ুন: শীতের স্বাদে অন্য রকম ছোঁয়া, একবার খেলেই মুগ্ধ হবেন শিমের তেল-ঝাল, রইল রেসিপি

বর্তমানে ভোরের দিকে ও রাতের দিকে শীতের আমেজ বেশ অনুভূতি করা যায়। তেমনি বেলা বাড়লে উধাও হয় সেই আমেজ। তবে আগামী দু-তিনদিনে দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১৫-১৬ ডিগ্রিতেও নামার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা কমার সাথে সাথে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সকাল-রাতে কুয়াশার প্রভাবও বাড়বে। মূলত উপকূলবর্তী জেলাগুলিতে কুয়াশার দাপট অধিক লক্ষ্য করা যাবে।

এছাড়াও, দক্ষিণবঙ্গে (West Bengal Weather) চার-পাঁচ দিন তাপমাত্রার পরিবর্তনের সম্ভাবনা কম। একই সঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা একইরকম থাকবে। চলতি সপ্তাহে শনিবার পর্যন্ত শীতের আমেজ বজায় থাকবে। কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির ঘরে। কলকাতায় দিনের তাপমাত্রাও স্বাভাবিকের নীচে। আগামী তিন-চার দিনে তাপমাত্রার খুব একটা পরিবর্তন নেই।

একনজরে উত্তরবঙ্গেও আবহাওয়া দেখে নিন: (North Bengal Weather)

দক্ষিণবঙ্গের (West Bengal Weather) পাশাপাশি উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতে সকালের দিকে হালকা কুয়াশার দাপট থাকবে। এবং পার্বত্য অঞ্চল গুলিতে কুয়াশার পরিমাণ বেশি হতে পারে। তবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে কুয়াশা দাপট বেশি থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর (North Bengal Weather)।