বাংলা হান্ট ডেস্ক: ভাইফোঁটায় বৃষ্টি (Rain) কাঁটা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস (Weather Update), বঙ্গোপসাগরে যে নিম্নচাপ ফুঁসছে তা বৃহস্পতিবার শক্তি বাড়িয়ে তা গভীর নিম্নচাপে (Low Pressure) পরিণত হবে। এর জেরেই জোর বৃষ্টিতে ভিজবে রাজ্যের উপকূলের ও উপকূল সংলগ্ন জেলাগুলি।
আবহাওয়া দফতর জানিয়েছে, বুধবার অর্থাৎ ভাইফোঁটার দিন থেকে শুরু করে শুক্রবার পর্যন্ত বৃষ্টি চলবে রাজ্যে। বুধবার ভাইফোঁটার দিন ও বৃহস্পতিবার বৃষ্টিপাতের সম্ভাবনা কলকাতা সংলগ্ন দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে।
শুক্রবারও নিম্নচাপের জেরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কলকাতা-সহ ৮ জেলায়। শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal) কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, পূর্ব বর্ধমান এবং নদিয়া এসব জেরায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। নিম্নচাপ আরও শক্তি বাড়াবে কি না, সেই নিয়ে এখনও ধন্দে রয়েছেন আবহবিদরা।
আরও পড়ুন: প্রেসিডেন্সি জেলে মুখোমুখি পার্থ-জ্যোতিপ্রিয়! বালুকে দেখেই মুখ খুললেন পার্থ, দিলেন ‘বিরাট’ পরামর্শ
শনিবার বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। ওদিকে রবিবার থেকে ২ ডিগ্রি পর্যন্ত বেড়েছে তাপমাত্রা। চলতি সপ্তাহে শীতের আমেজে কিছুটা বাধা পড়তে পারে। আপাতত ৪-৫ দিন আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা নেই।
আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি, পঞ্চায়েত মামলা, সবেতেই মুখ পুড়েছে রাজ্যের! হাল ধরতে এবার আনা হল ‘স্পেশাল’ ২৩
উত্তরবঙ্গের আবহাওয়া: সকাল থেকে রোদ উঁকি দিলেও রাত হতেই কমছে তাপমাত্রা। আজ মঙ্গলবার উত্তর বঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। আবহাওয়া থাকবে শুষ্ক।