পশ্চিমবঙ্গের সবচেয়ে ধনী কোন ৫ জেলা জানেন? তালিকা দেখলে অবাক হবেন আপনিও

Published on:

Published on:

West Bengal which are the 5 richest districts do you know

বাংলা হান্ট ডেস্ক: আপনি কি জানেন পশ্চিম বঙ্গের (West Bengal) ৫টি ধনী জেলার নাম। ধনী বলতে শুধুমাত্র যে টাকা রোজগার কিংবা সম্পত্তির হিসেব-নিকেশ তা কিন্তু একেবারেই নয়। সংশ্লিষ্ট জেলায় কত শতাংশ জনসংখ্যার মানুষ এখনো দারিদ্র সীমার মধ্যে রয়েছে সেই বিষয়টি ও বিবেচনার মধ্যে আসে। বিভিন্ন সমীক্ষার মধ্যে দিয়ে জানা গিয়েছে, বর্তমানে পশ্চিমবঙ্গের প্রথম পাঁচটি ধনী জেলা হল- কলকাতা (Kolkata), উত্তর২৪ পরগনা (North 24 parganas), নদিয়া (Nadia), দার্জিলিং (Darjeeling) ও হাওড়া (Howrah)

পশ্চিমবঙ্গের প্রথম পাঁচটি ধনী জেলা (West Bengal)

কলকাতা (Kolkata): কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। পাশাপাশি রাজ্যের বৃহত্তম শহর। কলকাতা প্রধানত বাণিজ্যিক ও শিল্প কেন্দ্রও জেলা। এখানে মোট ৪৯ লক্ষ মানুষ বসবাস করে। কলকাতার জনসংখ্যার সাপেক্ষে এখানে আয় বেশি এবং দারিদ্র্যের হার কম। পাশাপাশি, কলকাতায় বেশ কয়েকটি বড় সংস্থা এবং ব্যবসার আবাসস্থল আছে। এছাড়াও, কলকাতাও একটি প্রধান পর্যটন গন্তব্য, যা শহরের অর্থনীতিতে অবদান রাখে। তাই অন্যসব জেলার তুলনায় আর্থিক ভাবে এগিয়ে রয়েছে কলকাতা জেলা।

উত্তর২৪ পরগনা (North 24 parganas): উত্তর ২৪ পরগণাও একটি প্রধান শিল্প কেন্দ্রিক জেলা। এখানে বেশ কয়েকটি কারখানা ও মিল রয়েছে। তা ছাড়াও হুগলিও একটি প্রধান বাণিজ্যিক ও শিল্প জেলা। তাই কলকাতার পর দ্বিতীয় ধনী রাজ্য উত্তর২৪ পরগনা। উত্তর ২৪ পরগনার ভেতরে রয়েছে মোট ৫টি মহকুমা, ২২টি ব্লক, ২৭টি পুরসভা, একটি ক্যান্টনমেন্ট বোর্ড, ৩৫টি থানা, ২০০টি পঞ্চায়েত, ১৫২৭টি গ্রাম আছে। এই জেলার সদর দফতর বারাসতে। উত্তর ২৪ পরগনা জেলায় লোকসভা আসন ৫টি, বিধানসভা আসন ৩৩টি। বর্তমানে উত্তর ২৪ পরগনা জেলার মোট জনসংখ্যা ১ কোটি ১০ লক্ষ ৬৪ হাজার ৮১২ জন। মোট জনসংখ্যার মাত্র ৯.৮ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নীচে বাস করেন।

নদিয়া (Nadia): প্রেসিডেন্সি রেঞ্জের অন্তর্গত নদীয়া জেলায় মোট এই জেলায় মোট ৪টি মহকুমা, ১৮টি ব্লক, ১১টি পুরসভা, ২৮টি থানা, ১৮৭টি পঞ্চায়েত,১৩৫২টি গ্রাম আছে। এই জেলার সদর দফতর কৃষ্ণনগরে। নদিয়ায় লোকসভা আসন ২টি, বিধানসভা আসন ১৭টি। বর্তমানে নদিয়ার জনসংখ্যা ৫৭ লক্ষ ১২ হাজারের কিছু বেশি। এই জেলাতেও দরিদ্র মানুষের সংখ্যা কম।

দার্জিলিং (Darjeeling): জলপাইগুড়ি বিভাগের অন্তর্গত এই জেলা। দার্জিলিং মূলত পর্যটক কেন্দ্রিক জায়গা। এই জেলায় মোট ৪টি মহকুমা, ৯টি ব্লক, ৪টি পুরসভা, ১৪টি থানা,৭০টি পঞ্চায়েত আছে। রাজ্যের পাহাড়নগরী বলে পরিচিত দার্জিলিং জেলার সদর দফতর দার্জিলিং-ই। এই জেলাতেও দারিদ্র্যের সংখ্যা কম।

West Bengal which are the 5 richest districts do you know

আরও পড়ুন: বহুদিনের যন্ত্রনাও পালাবে, নিমিষে পিঠ-কোমরে ব্যথার নিষ্পত্তি! নিয়মিত অভ্যাস করুন এই ‘ম্যাজিক’ যোগাসন

হাওড়া (Howrah) : হাওড়া ভারতের পশ্চিমবঙ্গে রাজ্যে হাওড়া জেলা সদর শহর। কলকাতা ও আসানসোলের পর পশ্চিমবঙ্গের তৃতীয় সবচেয়ে জনবহুল পৌরসভা। প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত এই জেলায় মোট ২টি মহকুমা, ১৪টি ব্লক, ২টি পুরসভা, ১টি মিউনিসিপাল কর্পোরেশন, ২৬টি থানা, ১৫৭টি পঞ্চায়েত, ৭২৭টি গ্রাম আছে। এই জেলার সদর দফতর হাওড়া। হাওড়া জেলার লোকসভা আসন ৩টি, বিধানসভা আসন ১৬টি। বর্তমানে হাওড়ার জনসংখ্যা ৫৩ লক্ষ ৬১ হাজারের কিছু বেশি। এখানেও মোট জনসংখ্যা থেকে দারিদ্রের সংখ্যা কম।