এগিয়ে বাংলা! বিদুৎ উৎপাদনে দেশের সেরা পশ্চিমবঙ্গ! উচ্ছ্বসিত মমতা

বাংলা হান্ট ডেস্ক : পশ্চিমবঙ্গের (West Bengal) শাসক দলের মুকুটে যোগ হল নতুন পালক। আবারও কেন্দ্রের থেকে সেরার স্বীকৃতি পেল রাজ্য। ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডকে (WBPDCL) ২০২২-২৩ অর্থবর্ষে দেশের বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলির মধ্যে বেস্ট পারফর্মিং সংস্থার স্বীকৃতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের অধীনস্থ সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটির থেকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে।

দেশে যতগুলি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা রয়েছে, তার মধ্যে সেরার তকমা পেল ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড। কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রকের তরফে প্রতি বছরই এই তালিকা প্রকাশ করা হয়ে থাকে। এবার সেই তালিকায় সেরার শিরোপা পেল এল এই রাজ্যে। ২০২২-২৩ অর্থবর্ষের সেরা বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রগুলির মধ্যে প্রথম স্থানে রয়েছে রাজ্যের বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র।

   

mamata banerjee

ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলমেন্ট কর্পোরেশন লিমিটেডের পরেই দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িশার বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা। তারও পরেই রয়েছে এনটিপিসি বা ডিভিসির মতো সংস্থাগুলি। বিভিন্ন বেসরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থাগুলির থেকেও অনেকটা এগিয়ে রাজ্যের বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা।

ডাব্লিউবিপিডিসিএল গত দুই বছরে ৩১.৮৫ বিলিয়ন ইউনিট বিদ্যুৎ উৎপাদন করেছে, যা প্রায় ৩৫ শতাংশ বেশি। লাভও বেড়েছে সংস্থার। প্রায় তিন গুণ মুনাফা বেড়েছে।

বাংলার তিনটি তাপবিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ উৎপাদনে সেরা দশের তালিকায় রয়েছে। প্রথম স্থানেই রয়েছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র। দ্বিতীয় স্থানে রয়েছে সাঁওতালডিহির ও পঞ্চম স্থানে সাগরদিঘি। এদিন সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি অথরিটি প্রকাশিত এক বছরের হিসেবে বাংলাই রয়েছে শীর্ষে। ২০২২ সালের এপ্রিল মাস থেকে চলতি বছরের মার্চ মাস পর্যন্ত কোন তাপবিদ্যুৎ কেন্দ্রে কত বিদ্যুৎ উৎপাদন হচ্ছে সেই নিরিখেই এই তালিকা প্রস্তুত করে সেন্ট্রাল ইলেক্ট্রিসিটি অথরিটি। সেই সূত্রে জানা গেছে, বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের প্লান্ট ফ্যাক্টর ৯২.৩৮ শতাংশ। সাঁওতালডিহি ও সাগরদিঘির ক্ষেত্রে এই হিসেব যথাক্রমে ৯১.৩৭ শতাংশ ও ৮৯.৪৯ শতাংশ।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর