“আমার নেতৃত্বের চাপ ও নেতাজির দেশ স্বাধীন করার চাপের মধ্যে তুলনা করাটা বোকামি” মন্তব্য সৌরভ গাঙ্গুলীর

বাংলা হান্ট নিউজ ডেস্ক: চলতি ২০২২ বছরটা ভারতবাসীদের জন্য একটু বিশেষ। এই বছরই পূর্ণ হয়েছে ভারতের স্বাধীনতার ৭৫ বছর। সেই সঙ্গে সঙ্গে ভারতকে স্বাধীনতা এনে দেওয়ার জন্য সবচেয়ে বেশি অবদান যার সেই নেতাজি সুভাষচন্দ্র বোসের ১২৫ তম জন্মবার্ষিকী ও ছিল এই বছরেই। সেই উপলক্ষে বুধবার শহরের একটি বিখ্যাত হোটেলে আধুনিক ভারতে নেতৃত্ব বিষয় নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেই অনুষ্ঠানে উপস্থিত থেকেই নেতাজীকে নিয়ে নিজের ধারণা সকলের সঙ্গে ভাগ করে নেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক এবং বর্তমান বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।

সৌরভ এই সভায় উপস্থিত ছিলেন তা দেখে অনেকেই আশ্চর্য হয়েছিলেন কারণ সৌরভ নিজেও বলেছেন যে ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর তার ব্যস্ততা কয়েকগুণ বেশি বেড়ে গেছে। এই মুহূর্তে তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতির পদ অলংকৃত করেছেন এবং ভারতের ক্রিকেটের যাবতীয় ছোটখাট ব্যাপার নিয়েও তার মতামত অত্যন্ত বেশি গুরুত্ব রাখে। কিন্তু সৌরভ আজ মূলত এই জায়গায় পৌঁছেছে ভারতীয় দলকে দীর্ঘদিন ধরে নিজের স্বভাব সিদ্ধ আগ্রাসী এবং সুদৃঢ় মনোভাব নিয়ে নেতৃত্ব দেওয়ার পর। তাই নেতাজির মত একজন নেতাকে নিয়ে প্রাক্তন ভারত অধিনায়ক রিকি বলার রয়েছে সেটা জানার জন্য সকলেই কৌতূহলী ছিলেন।

sourav ganguly back

সৌরভ অবশ্য সরাসরি বলে দিয়েছেন যে তার সঙ্গে নেতাজির নেতৃত্ব কোন তুলনাই হয় না। তিনি বলেছেন, “ভারতকে স্বাধীনতা এনে দিতে নেতাজিকে যে যে সমস্ত পরিকল্পনা এবং চাপের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তার সঙ্গে আমার ক্রিকেট অধিনায়ক হিসাবে নেওয়া চাপের তুলনা করলে সেটা বোকামো হবে। এমনকি আমাদের সেনাবাহিনীদের বর্ডার পাহারা দিতে গিয়েছে চাপ নিতে হয় সেই ছাপ আমার কাজের চাপে তুলনায় কয়েকশো গুণ বেশি। আর জীবনে চাপ সবাইকেই নিতে হয় কারণ চাপ সব জায়গায় উপস্থিত থাকে, সে কর্মক্ষেত্রই হোক বা পরিবার। সব ক্ষেত্রেই সাহসী সিদ্ধান্ত নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ।”

সৌরভ আরো বলেছেন, “পরিস্থিতি যাই হোক না কেন কিছুদিন চলার পর অভ্যাস হয়ে যায় এবং তখন প্রথমদিকের মত চাপ আর থাকে না। আমরা যখন মাঠে নামতাম তখন প্রত্যেক ম্যাচে লাগিয়ে চাপ থাকতো। এখন অন্তত সেই চিন্তাটা আর থাকে না।” তার পরবর্তীকালে ভারতীয় দলের অধিনায়কদের নিয়ে মন্তব্য করতে গিয়ে তিনি বলেছেন, “আমার সঙ্গে আর কারোর তুলনা করা সম্ভব নয় কারণ প্রত্যেক প্রজন্মের সাথে সাথেই ক্রিকেট বদলে যাচ্ছে মহেন্দ্র সিংহ ধোনি বিরাট কোহলি সাফল্যের সঙ্গে ভারতকে নেতৃত্ব দিয়েছে। এখন রোহিত শর্মা সেই কাজটাই করেছে।”


Reetabrata Deb

সম্পর্কিত খবর