Big Breaking: কনফার্ম খবর! বড় জয় Junior Doctors’দের, দাবি মানতে বাধ্য হল সরকার, কাদের হচ্ছে অপসারণ?

বাংলাহান্ট ডেস্ক : স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার সপ্তম দিনে অবশেষে হল মুখ্যমন্ত্রী এবং জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) বৈঠক। বিগত কয়েক দিন ধরে লাগাতার ইমেল চালাচালি হতে দেখা গিয়েছে দু পক্ষে। নিজেদের পাঁচ দফা দাবিতে অনড় থেকেছেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। সেই সঙ্গে স্বচ্ছতার জন্য বৈঠকের লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিংয়ের দাবি উঠেছে। কিন্তু প্রতিবারই হয় এই দাবির প্রত্যাখ্যান, নয়তো দেরি হয়ে যাওয়ার কারণ দেখিয়ে ভেস্তে গিয়েছে বৈঠক। অবশেষে সপ্তাহের প্রথম দিনে হল বহু প্রতীক্ষিত বৈঠক। জট কি কাটল?

বৈঠকে বসার ডাক জুনিয়র ডাক্তারদের (Junior Doctors)

শনিবার রাতে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে বৈঠক ভেস্তে যাওয়ার পর সোমবার ফের মুখ্য সচিবের তরফে ইমেল পাঠানো হয় জুনিয়র ডাক্তারদের (Junior Doctors)। সেখানে স্পষ্ট লেখা হয়, এটাই ‘ফাইনাল’ আবেদন বৈঠকে বসার জন্য। সেই সঙ্গে এও বলে দেওয়া হয়, বৈঠকে কোনো লাইভ স্ট্রিমিং বা ভিডিও রেকর্ডিং হবে না। পালটা জুনিয়র ডাক্তারদের (Junior Doctors) তরফে মেল করে জানানো হয়, দুজন স্টেনোগ্রাফার সঙ্গে নিয়ে যাবেন তাঁরা, যাঁরা বৈঠকের কার্যবিবরণী নোট করবেন।

   

আরো পড়ুন : ‘দজ্জাল-বদন বিগড়ে গিয়েছে’; দেবাংশু,কুণালকে যা বললেন অভিনেত্রী মৌসুমী; শিক্ষণীয় কিন্তু

কী সিদ্ধান্ত নেওয়া হল বৈঠকে

বিকেল পাঁচটায় সময় দেওয়া হলেও কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে বৈঠক শুরু হয় সাড়ে ছটার পর। দীর্ঘ আড়াই ঘন্টা পর বৈঠক শেষে বাইরে বেরোন জুনিয়র ডাক্তাররা। সাংবাদিকদের সামনে তাঁরা জানান, আন্দোলনরত ডাক্তারদের সঙ্গে আলোচনা না করে তাঁরা কোনো সিদ্ধান্ত নেবেন না। তবে কর্মবিরতি অব্যাহত থাকবে। বৈঠকে দফা দাবি নিয়ে আলোচনা হয়েছে। কিছু দাবিতে সম্মতি হয়েছে বলে জানান জুনিয়র ডাক্তাররা। কিছু বিষয়ে রয়েছে মতানৈক্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বলেন, জুনিয়র ডাক্তারদের দাবি মতো, স্বাস্থ্য অধিকর্তা এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আগামীকাল চারটের পর কলকাতা পুলিশে রদবদল আনা হবে। নতুন পুলিশ কমিশনারকে দায়িত্ব দেবেন বিনীত গোয়েল। সরানো হচ্ছে ডিসি নর্থকেও।

আরো পড়ুন : সিনেমার ফ্লপ নায়ক, বড়পর্দায় ধাক্কা খেয়ে ফের সিরিয়ালেই ভাগ্য পরীক্ষা আদৃতের!

উল্লেখ্য, আগামীকাল ১৭ ই সেপ্টেম্বর রয়েছে সুপ্রিম শুনানি। তার আগের দিন মুখ্যমন্ত্রীর সঙ্গে এই বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল। বিগত এক মাসেরও বেশি সময় ধরে পাঁচ দফা দাবি নিয়ে কর্মবিরতিতে রয়েছেন জুনিয়র ডাক্তাররা (Junior Doctors)। এর আগে একাধিক বার উদ্যোগ নেওয়া হলেও ভেস্তে গিয়েছে বৈঠক। অবশেষে এদিন সম্পন্ন হল তা।

Junior doctors

শনিবার বৈঠক না হলেও আসে দুটি চাঞ্চল্যকর খবর। আরজিকর খুন এবং ধর্ষণ মামলায় সিবিআই গ্রেফতার করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে। এই খবর নতুন করে আশা জাগিয়েছে মানুষের মনে।

Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর