বাংলা হান্ট ডেস্কঃ শনিবার তৃণমূলের (Trinamool Congress) সর্বস্তরের নেতৃত্বের সঙ্গে মেগা বৈঠকে বসেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। প্রায় এক বছর পর ফের ভার্চুয়াল বৈঠকে বসলেন তিনি। আর সেখানেই ভূতুড়ে ভোটার থেকে শুরু করে আইপ্যাক, একাধিক বিষয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেন তৃণমূল (TMC) সেনাপতি।
মেগা বৈঠকে কী কী বার্তা দিলেন অভিষেক (Abhishek Banerjee)?
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। তার আগে ভূতুড়ে ভোটার ইস্যু নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এই নিয়ে ইতিমধ্যেই একটি কমিটি গড়ে দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রয়েছেন সুব্রত বক্সি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের একাধিক শীর্ষ নেতৃত্ব। আজকের মেগা ভার্চুয়াল বৈঠকেও ভূতুড়ে ভোটার ইস্যু নিয়ে বার্তা দেন দলের সেকেন্ড ইন কমান্ড।
জানা যাচ্ছে, আজকের বৈঠকে ভোটার তালিকা স্ক্রুটিনি নিয়ে আগামী ৫ দিনের মধ্যে জেলা স্তরের কমিটি ও ২১ মার্চ থেকে ২৭ মার্চের মধ্যে রাজ্য স্তরের কমিটি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ভুয়ো ভোটার’ ধরতে তৃণমূল কংগ্রেসের নিচু তলার নেতাদের প্রশিক্ষণ দেওয়া হবে। সেই প্রশিক্ষণের দায়িত্ব দেওয়া হয়েছে আইপ্যাককে।
আরও পড়ুনঃ ভূতুড়ে ভোটার নিয়ে মেগা বৈঠকে অভিষেক! থাকবেন ৪৫০০ প্রতিনিধি! কী বার্তা দেবেন?
সাম্প্রতিক অতীতে এই আইপ্যাক (I-PAC) নিয়ে বেশ কিছু বিস্ফোরক মন্তব্য করেন তৃণমূলের প্রবীণ সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বিধায়ক মদন মিত্র। যা নিয়ে কারোর নাম না নিয়েই নেতাজি ইনডোরের সভা থেকে মমতা বলেন, ‘আইপ্যাক নিয়ে এসব উল্টোপাল্টা কথা বন্ধ করতে হবে’। এদিনের মেগা বৈঠকেও এই বিষয়ে বার্তা দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড।
অভিষেক (Abhishek Banerjee) বলেন, ‘আমার অফিসের এবং আইপ্যাকের নাম করে পদ পাইয়ে দেওয়ার কথা বলা হচ্ছে। বহু অভিযোগ এসেছে। অনেক গ্রেফতার হয়েছে। নম্বর দিচ্ছি, ৮১৪২৬৮১৪২৬। কেউ যদি বলে আইপ্যাক থেকে এসেছি, এই নম্বরে যাচাই করবেন’।
একইসঙ্গে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক বলেন, ‘আমার অফিস থেকে গেলে জেলা সভাপতির কাছে আগাম বার্তা যাবে। নাহলে তাঁকে এন্টারটেইন করবেন না। আমার অফিসে রিপোর্ট করবেন’।
একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যাচ্ছে, ভোটার তালিকায় (Voter List) ‘ভূত’ ধরতে এদিন কার্যত পয়েন্ট ধরে ধরে তৃণমূলের নেতা, কর্মীদের ‘টাস্ক’ দেন অভিষেক। জানানো হয়, এই কাজের জন্য ব্লক ইলেকটোরাল রোল সুপারভাইজার নিয়োগ করবে তৃণমূল কংগ্রেস। বছরভর তাঁরা ইলেকটোরালের কাজ করবে।
অভিষেক (Abhishek Banerjee) এদিন বলেন, ‘এটা প্রশাসনিক পদ নয়, এটা হবে দলের পদ। একইভাবে টাউন ইলেকটোরাল রোল সুপারভাইজার ও পঞ্চায়েত ইলেকটোরাল রোল সুপারভাইজার গঠন করা হবে। তাঁদের কাজ হবে ভোটার তালিকা ভালো করে খতিয়ে দেখা’।