“বিহার-বাংলা-তামিলনাড়ুর নির্বাচন আমাদেরই পক্ষে যাবে”, কেরালা নিয়েও আত্মবিশ্বাসী অমিত শাহ

Published on:

Published on:

What did Amit Shah say about the election in different states.

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই বিহার থেকে শুরু করে তামিলনাড়ু, কেরালা এবং পশ্চিমবঙ্গের মতো একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচনের দামামা প্রায় বেজে গিয়েছে। এই আবহে রাজনৈতিক দলগুলিও কোমর বেঁধে মাঠে নামতে শুরু করেছে। এমতাবস্থায়, দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতি থেকে শুরু করে আসন্ন নির্বাচনে নিজেদের ভালো ফলাফলের বিষয়ে আশা প্রকাশ করে প্রতিক্রিয়া দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। ইতিমধ্যেই তাঁর এই প্রতিক্রিয়া উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে।

কী জানিয়েছেন অমিত শাহ (Amit Shah):

সম্প্রতি ইন্ডিয়ান এক্সপ্রেসে সাক্ষাৎকারে তিনি বিভিন্ন বিষয়ে নিজের মতামত উপস্থাপিত করেন। মোদী সরকারের ১১ বছর পূর্ণের এই বছরে তিনি জানান, ২০১৪ সালের আগের দশকে ভারতের ভবিষ্যৎ নিয়ে সাংবাদিক থেকে শুরু করে ছাত্র, কৃষক, ব্যবসায়ী গোষ্ঠীসহ দেশের বিভিন্ন অংশে সন্দেহ ছিল। এর পাশাপাশি অনিশ্চয়তার অনুভূতিও ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) বলেন, “শুধু ভারতের অভ্যন্তরেই নয়, গোটা বিশ্বের ধারণা ছিল যে ভারতের কোনও উজ্জ্বল ভবিষ্যৎ নেই। আমাকে অনেকেই জিজ্ঞেস করেন প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর সবথেকে বড় চ্যালেঞ্জ কী ছিল? আমি মনে করি এটি ছিল ভারতের ভবিষ্যতের প্রতি বিশ্বাস পুনরুদ্ধার।”

এদিকে, দেশের বিভিন্ন রাজ্যে বিধানসভা ভোটের আবহে নির্বাচন সংক্রান্ত প্রশ্নের মুখোমুখিও হন অমিত শাহ (Amit Shah)। তামিলনাড়ুতে AIADMK-র সঙ্গে জোট সম্পর্কে তিনি বলেন, “আমরা বিপুল ভোটে জয়ী হব।” স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, “তামিলনাড়ুর মানুষ দুর্নীতি, আইন-শৃঙ্খলার অবনতি, স্বজনপোষণ এবং পারিবারিক কলহে অতিষ্ঠ।” এর পাশাপাশি তিনি তামিলনাড়ুতে DMK-র আমলে ঘটা বিভিন্ন দুর্নীতির প্রসঙ্গ উপস্থাপিত করেন।

What did Amit Shah say about the election in different states.

এছাড়াও, বিহার থেকে শুরু করে তামিলনাড়ু, কেরালা এবং পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে বিজেপি ঠিক কী ফলাফল করতে পারে তারও ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah)। তিনি স্পষ্ট জানান, “সব জায়গাতেই আমাদের ভালো সম্ভাবনা রয়েছে। অসমেও আমরা আমাদের জয়ের পুনরাবৃত্তি করব। আমি সম্প্রতি বাংলায় যায়নি। তবে মমতাজির বিরুদ্ধে শাসকবিরোধী মনোভাব রয়েছে। আমরাই একমাত্র দল যারা এর সুফল উত্তরাধিকার সূত্রে পেয়েছি। আমরা মাত্র ৩ টি আসন থেকে ৭৭-এ উঠেছি। অঙ্ক বোঝেন এমন যে কেউ এই প্রবণতা দেখতে পারেন। ৩৪ বছর শাসনের পর সেখানে বামেরা শূন্যের কোঠায় নেমে এসেছে। ৩০ বছর শাসন করা কংগ্রেসের শুন্য অবস্থা।”

আরও পড়ুন: পুরোটাই “আইওয়াশ”, এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় AAIB-র রিপোর্টে অসন্তুষ্ট গৌরব তানেজা, তুললেন প্রশ্ন

এদিকে, বিহারের নির্বাচনের প্রসঙ্গে তিনি বলেন, “বিহার নিয়ে আমাদের ভালো লাগছে, বড় কোনও সমস্যা নেই। NDA-র জয় নিশ্চিত।” প্রসঙ্গত উল্লেখ্য যে, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা বাঙালিদের বিশেষ করে বাঙালি রাজবংশীদের টার্গেট করছেন এই সংক্রান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রশ্নে অমিত শাহ (Amit Shah) বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কে চেনেন না? একবার নিয়মিত সামরিক মহড়ার সময়ে তিনি দাবি করেন কেন্দ্র তাঁর সচিবালয়ে সেনা পাঠিয়েছে। তিনি যা বলেন তা আপনি কীভাবে গুরুত্ব সহকারে নিতে পারেন?”

আরও পড়ুন: কোটি কোটি গ্রাহক হবেন লাভবান! ৩০ টাকা সস্তা হল এই কোম্পানির আনলিমিটেড 5G ডেটা প্ল্যান

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী (Amit Shah) উল্লেখ করেছেন বিজেপির জাতীয় সভাপতির নাম দ্রুত চূড়ান্ত হবে। এর পাশাপাশি তিনি পাকিস্তানের বিরুদ্ধে ভারতের সামরিক পদক্ষেপ ছাড়াও সম্প্রতি আমেরিকার শুল্ক সংক্রান্ত বিষয়েও নিজের মতামত জানান। যেখানে অমিত সাহ স্পষ্ট জানিয়ে দেন, “আমরা এটা স্পষ্ট করে দিয়েছি যে ভারতের স্বার্থের বিনিময়ে কোনও আলোচনা হবে না। যদি কোনও কিছু ভারতের স্বার্থে আঘাত করে সেক্ষেত্রে তা গ্রাহ্য করা হবে না।”