আফ্রিদির করোনা আক্রান্তের খবর পেয়ে কি বললেন গৌতম গম্ভীর?

প্রাক্তন ভারত ওপেনার গৌতম গম্ভীর এবং প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটার শহীদ আফ্রিদির মধ্যে একেবারে সুসম্পর্ক নেই। দুজনের মধ্যে সম্পর্ককে সাপে নেউলের সম্পর্কের সাথে তুলনা করা হয়। একজন ভুল করলে সঙ্গে সঙ্গে আক্রমণ করেন অন্য জন। কখন শাহিদ আফ্রিদি আক্রমণ করেন তো আবার কখনো আফ্রিদিকে একেবারে চাঁচাছোলা ভাষায় তীব্রভাবে আক্রমণ করেন গৌতম গম্ভীর। সোশ্যাল মিডিয়ায় হোক কিংবা কোন টিভি চ্যানেলের সাক্ষাতকারে গৌতম গম্ভীর এবং শাহিদ আফ্রিদি মানেই একে অপরকে আক্রমণ, উত্তপ্ত বাক্য বিনিময়।

তবে এখন পরিস্থিতি একেবারেই আলাদা। করোনা ভাইরাসের জন্য শত্রুতা ভুলে গিয়েছে অনেকেই। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রাপ্তন পাকিস্তানী ক্রিকেটার শাহিদ আফ্রিদি। এমন পরিস্থিতিতে চুপ করে থাকতে পারলেন না গৌতম গম্ভীর। আফ্রিদি এবং গম্ভীর এর মধ্যে রাজনৈতিক এবং আদর্শগত মত পার্থক্য থাকলেও আফ্রিদির এই দুর্দিনে অর্থাৎ করোনা আক্রান্ত আফ্রিদির দ্রুত আরোগ্য কামনা করলেন গৌতম গম্ভীর। বিজেপি সাংসদ গৌতম গম্ভীর আফ্রিদির দ্রুত সুস্থ হয়ে ওঠার জন্য কামনা করলেন।

75348893bc95de697d85cbd0275f1dd5a6e4072f741ff2687ca7d98380a4d4bb1b6cb1f5

এইদিন ‘সালাম ক্রিকেট 2020’ নামক একটি অনুষ্ঠানে গিয়ে গৌতম গম্ভীর জানতে পারেন আক্রান্ত হয়েছেন আফ্রিদি। তারপরেই গৌতম গম্ভীর বলেন যে কেউই এই করোনা ভাইরাসে আক্রান্ত হতে পারে। তবে এই করোনা আক্রান্ত হওয়া কখনোই কোনো ভালো খবর হতে পারে না। তাই আফ্রিদির সুস্থ হয়ে ওঠার কামনা করলেন গৌতম গম্ভীর। সেই সাথে দেশের প্রতিটি মানুষ যারা এই মারন ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের সকলেরই সুস্থ হয়ে ওঠার জন্য কামনা করলেন গৌতম গম্ভীর।

Udayan Biswas

সম্পর্কিত খবর