বাংলা হান্ট ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনার আবহেই গত শনিবার এই দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির ঘোষণা করা হয়েছে। এমতাবস্থায়, ওই যুদ্ধবিরতির পর দেশের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং (Rajnath Singh)-এর প্রথম প্রতিক্রিয়া সামনে এসেছে। তিনি জানিয়েছেন, “পেহেলগাঁও-এর প্রতিশোধ নেওয়া হয়েছে। যারা সিঁদুর মুছে ফেলেছিল তাদের ওপর প্রতিশোধ হয়েছে। সন্ত্রাসবাদীরা খতম হয়েছে।”
কী জানালেন রাজনাথ সিং (Rajnath Singh)?
পাকিস্তানি সেনাবাহিনীর সদর দফতর পর্যন্ত পৌঁছেছে ভারতের হুমকি: রাজনাথ (Rajnath Singh) বলেন, “ভারতের হুমকি পাকিস্তানি সেনাবাহিনীর সদর দফতর পর্যন্ত পৌঁছেছে। আমরা রাওয়ালপিন্ডি পর্যন্ত দারুন সাফল্য পেয়েছি। পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদীদের ঘাঁটিগুলি উড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের ভেতরে ঢুকে একাধিক প্রত্যাঘাত করা হয়েছে।” এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে লখনউতে ব্রহ্মস ইন্টিগ্রেশন অ্যান্ড টেস্টিং ফেসিলিটি সেন্টারের উদ্বোধন করেছেন।
Addressing the inaugural ceremony of #BrahMos Aerospace Integration and Testing Facility in Lucknow. https://t.co/4WLFMzlpEJ
— Rajnath Singh (@rajnathsingh) May 11, 2025
রাজনাথ (Rajnath Singh) জানান, “আজ অত্যন্ত বিশেষ দিন। ১৯৯৮ সালের আজকের দিনে, ভারত পোখরানে তার শক্তি প্রদর্শন করেছিল। এই প্রকল্পটি চল্লিশ মাসে সম্পন্ন হয়েছিল। বর্তমান পরিস্থিতিতে, সময়োপযোগী কাজ করা প্রয়োজন। সন্ত্রাসবাদী হামলা চালিয়ে আমাদের বোনেদের সিঁদুর মুছে ফেলা সন্ত্রাসবাদীদের জবাব দিয়েছে অপারেশন সিঁদুর।”
আরও পড়ুন: এখনও জারি রয়েছে “অপারেশন সিঁদুর”, জানিয়ে দিল বায়ু সেনা! এবার বড় অ্যাকশনের পথে ভারত?
“আমরা কখনও তাদের নাগরিকদের ‘টার্গেট’ করিনি”: এই প্রসঙ্গে প্রতিরক্ষা মন্ত্রী (Rajnath Singh) বলেন, “আমরা কখনও তাদের নাগরিকদের লক্ষ্য করিনি। ভারতে সন্ত্রাসবাদী ঘটনার পরিণতি কী হয় তা গোটা বিশ্ব দেখছে। এটি সন্ত্রাসবাদের বিরুদ্ধে নতুন ভারত। প্রধানমন্ত্রী মোদী বলেছেন যে সীমান্তের উভয় পাশেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এবারে যেকেউ ভারতে সন্ত্রাসবাদী হামলা চালালে, সীমান্তের ওপারের জমিও তাকে রক্ষা করতে পারবে না। ভারত কীভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করে তা পুরো বিশ্ব দেখেছে।”
আরও পড়ুন: জয় শাহ ও BCCI-এর একটি চালেই হল বাজিমাত! বড়সড় ঝটকা পেল পাকিস্তান, মুখ পুড়ল PCB-র
অপারেশন সিঁদুর শুরু করার উদ্দেশ্য ব্যাখ্যা করা হয়েছে: রাজনাথ (Rajnath Singh) বলেন, “পাকিস্তানে সন্ত্রাসবাদী পরিকাঠামো ভেঙে ফেলার লক্ষ্যে ভারতীয় বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করেছিল। আমরা কখনও তাদের অসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করিনি। কিন্তু পাকিস্তান কেবল ভারতীয় অসামরিক নাগরিকদেরই লক্ষ্যবস্তুতে পরিণত করেনি, বরং মন্দির, গির্জা, গুরুদ্বারগুলিতেও আক্রমণ করার চেষ্টা করেছে।” তিনি আরও জানান, “ভারতীয় সেনাবাহিনী সাহস ও বীরত্বের পাশাপাশি সংযম প্রদর্শন করেছিল। আমরা কেবল সীমান্তে নির্মিত সামরিক ঘাঁটির বিরুদ্ধেই ব্যবস্থা নিইনি, বরং ভারতীয় সেনাবাহিনীর হুমকি রাওয়ালপিন্ডিতেও পৌঁছেছে। যেখানে পাকিস্তানি সেনাবাহিনীর সদর দফতর অবস্থিত রয়েছে।”
দেখুন গুরুত্বপূর্ণ ভিডিও: