বাংলাহান্ট ডেস্ক : সমাপ্তি ঘটল জি বাংলা সারেগামাপার (Saregamapa)। কয়েক মাসের হাড্ডাহাড্ডি লড়াই শেষে শেষমেষ বিজয়ীর শিরোপা ছিনিয়ে নিলেন দুই প্রতিযোগী। বড়দের মধ্যে থেকে দেয়াশিনী রায় এবং ছোটদের মধ্যে থেকে অতনু মিশ্র হলেন সারেগামাপার (Saregamapa) এবারের সিজনের গ্র্যান্ড চ্যাম্পিয়ন।
সারেগামাপা (Saregamapa) জিতলেন যুগ্ম বিজয়ী
প্রায় ছয় মাসের কাঁটায় কাঁটায় টক্কর শেষে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছিলেন দশ জন প্রতিযোগী। বড়দের মধ্যে থেকে ছয় জন এবং ছোটদের মধ্যে থেকে চার জন জায়গা পেয়েছিলেন গ্র্যান্ড ফিনালেতে (Saregamapa)। চূড়ান্ত পর্বে প্রত্যেকেই দুর্দান্ত পারফর্ম করে পরিচয় দিয়েছেন নিজের প্রতিভার। কে কী জিতলেন পুরস্কারে?
কে কোন স্থান পেলেন: এবারে যুগ্ম বিজয়ী (Saregamapa) হয়েছেন দেয়াশিনী এবং অতনু। অন্যদিকে ছোটদের মধ্যে থেকে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন যথাক্রমে ঐশী এবং অনিক। আর বড়দের মধ্যে থেকে দ্বিতীয় স্থানে রয়েছেন ময়ূরী এবং সাঁই আর তৃতীয় স্থানে জায়গা পেয়েছেন সত্যজিৎ। প্রত্যেকেই পেয়েছেন চোখ ধাঁধানো পুরস্কার।
আরো পড়ুন : তিন বছরের গল্পে সমাপ্তি, জনপ্রিয় সিরিয়াল শেষে ভেঙে পড়লেন নায়িকা
কী কী জিতলেন: অতনু পেয়েছেন সাড়ে চার লক্ষ টাকা পুরস্কার। ফেসবুক ভিউয়ার্স চয়েস পুরস্কারও পেয়েছেন তিনি। অন্যদিকে দেয়াশিনী (Saregamapa) পেয়েছেন ৬ লক্ষ টাকা। এছাড়াও দুজনে একত্রে পেয়েছেন প্রায় ২০ লক্ষ টাকার বেশি। এছাড়াও পেয়েছেন সোনার গয়না, গিফট ভাউচার এবং নিজেদের বাড়ি রঙ করার সুযোগ।
আরো পড়ুন : ফল ঘোষণার আর ১ ঘন্টা, তার আগেই ফাঁস ‘সারেগামাপা’ যুগ্ম বিজয়ীর নাম! শুরু বিতর্ক
ফার্স্ট রানার আপ পেয়েছেন চার লক্ষ টাকা আর সেকেন্ড রানার আপ পেয়েছেন ১ লক্ষ টাকা। এবারের সিজনে কালিকাপ্রসাদ স্মৃতি পুরস্কার পেয়েছেন আরাত্রিকা সিনহা। তিনি পেয়েছেন একটি সরস্বতী মূর্তি। এবারের সারেগামাপা (Saregamapa) গ্র্যান্ড ফিনালের বিশেষ অতিথি ছিলেন আদনান সামি এবং হৈমন্তী শুক্লা। সম্মান জানানো হয়েছেন বর্ষীয়ান শিল্পী হৈমন্তী শুক্লাকে।