আর নেই উপায়? ভারতের সঙ্গে এবার সব সমস্যার সমাধান করতে চায় পাকিস্তান! কী জানালেন শরিফ?

Published on:

Published on:

What did Shehbaz Sharif say about India-Pakistan relations.

বাংলা হান্ট ডেস্ক: গত বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ জানিয়েছেন যে, তাঁর দেশ ভারতের (India-Pakistan) সঙ্গে সমস্ত অমীমাংসিত সমস্যা সমাধানের লক্ষ্যে “গুরুতর এবং অর্থপূর্ণ আলোচনার” জন্য প্রস্তুত। ইসলামাবাদে প্রধানমন্ত্রীর বাসভবনে ব্রিটিশ হাইকমিশনার জেন ম্যারিয়টের সঙ্গে সাক্ষাতের সময়ে শেহবাজ শরিফ এই মন্তব্য করেন।

ভারতের (India-Pakistan) সঙ্গে এবার সব সমস্যার সমাধান করতে চায় পাকিস্তান:

কী জানিয়েছেন শরিফ: ইতিমধ্যেই এক সরকারি বিবৃতিতে এই তথ্য উপস্থাপিত করা হয়েছে। ওই দুই নেতৃত্বের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং দক্ষিণ এশিয়া ও পশ্চিম এশিয়ার আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলেও জানা যায়।

What did Shehbaz Sharif say about India-Pakistan relations.

বিবৃতি অনুসারে, “পাকিস্তানি প্রধানমন্ত্রী পাকিস্তান-ভারত (India-Pakistan) সংঘর্ষের সময়ে উত্তেজনা কমাতে ব্রিটেনের ভূমিকার প্রশংসা করেছেন। পাশাপাশি, তিনি বলেছেন যে, পাকিস্তান প্রতিটি অমীমাংসিত বিষয়ে ভারতের সাথে গুরুতর এবং অর্থপূর্ণ আলোচনার জন্য প্রস্তুত।

আরও পড়ুন: চোটের সম্মুখীন হয়েও ব্যাট করতে এলেন ঋষভ! পন্থের সাহসিকতাকে কুর্নিশ জানালেন স্টেডিয়াম ভর্তি দর্শক

ভারতের মনোভাব: প্রসঙ্গত উল্লেখ্য যে, চলতি বছরের এপ্রিল মাসে পাহেলগাঁও-তে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার পর গত ৭ মে, পাকিস্তানকে যোগ্য জবাব দিতে পাক অধিকৃত কাশ্মীরে জঙ্গিদের আস্তানা লক্ষ্য করে “অপারেশন সিঁদুর” শুরু করে ভারত (India-Pakistan)। যার ফলে বেশ কয়েকদিন ধরে তীব্র লড়াই শুরু হয়। এমতাবস্থায়, গত ১০ মে সামরিক অভিযান পারস্পরিক চুক্তির মাধ্যমে শেষ হয়। এদিকে, ভারত স্পষ্ট করে দিয়েছে যে, তারা কেবল পাক-অধিকৃত কাশ্মীর ফেরত এবং সন্ত্রাসবাদের ইস্যুতে পাকিস্তানের সঙ্গে আলোচনা করবে।

আরও পড়ুন: সৌমিত্রের তত্ত্বাবধানেই গতি পেল দুর্গাপুর-বাঁকুড়া রেল প্রকল্পের কাজ! লক্ষ লক্ষ মানুষ হবেন উপকৃত

ব্রিটেন ফের শুরু করেছে PIA-র উড়ান: জানিয়ে রাখি যে, শেহবাজ পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের (PIA) উড়ান পুনরায় চালু করার ক্ষেত্রে ব্রিটেন সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি জানান যে, এই সিদ্ধান্ত ব্রিটেনে বসবাসকারী পাকিস্তানি সম্প্রদায়কে স্বস্তি দেবে এবং উভয় দেশের জনগণের মধ্যে সম্পর্ক আরও জোরদার করবে।