জি পাঠালো কড়ি-চকোলেট, পালটা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে জলসার উপহারে এল কোন চমক?

বাংলাহান্ট ডেস্ক : বাংলা টেলিভিশনে বেশ কয়েকটি চ্যানেল উপলব্ধ থাকলেও মূলত সিরিয়ালের (Serial) ক্ষেত্রে জি বাংলা এবং স্টার জলসার মধ্যেই চলে টক্কর। সাপ্তাহিক টিআরপি তালিকায় যেমন দুই চ্যানেলের সিরিয়ালের (Serial) মধ্যে নম্বরের লড়াই চলে, তেমনি নেট মাধ্যমেও দুই চ্যানেলের অনুরাগীদের মধ্যে চলে ‘প্রেস্টিজ ফাইট’। আপাতত এ ক্ষেত্রে আলোচনার কেন্দ্রে রয়েছে দুই চ্যানেলের অ্যাওয়ার্ড শো।

প্রকাশ্যে এল স্টার জলসার (Serial) আমন্ত্রণ পত্র

কিছুদিন আগে পরেই অনুষ্ঠিত হয় জি বাংলা সোনার সংসার এবং স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ডস। ইতিমধ্যেই জি এর অ্যাওয়ার্ড শোয়ের (Serial) শুটিং সম্পন্ন হয়েছে। ফাঁস হয়েছে সম্ভাব্য বিজয়ীদের নামও। এদিকে জলসার শোয়ের শুটিং এখনো না হলেও সম্প্রতি সামনে এল শোয়ের আমন্ত্রণ পত্র তথা হ্যাম্পার।

What did star jalsha sent in invitation to serial

কী কী এল: কথা (Serial) নায়িকা সুস্মিতা দে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন আমন্ত্রণ পত্রটি। সঙ্গে এসেছে একটি বিশেষ উপহার। সোনালি রঙের স্টিলের বাক্স, তার মধ্যে লাল কাপড়ে মোড়া একটি ফেসিয়াল ক্লিনজার, শাওয়ার জেল এবং বাথ অয়েল। বেশ চমকপ্রদ উপহারই পাঠিয়েছে জলসা (Serial)।

 আরো পড়ুন : হাসপাতালের পর এবার স্কুল! ২,০০০ কোটির অনুদানের ঘোষণা আদানির, মন জিতলেন দেশবাসীর

কী পাঠাল জি: অবশ্য পিছিয়ে নেই জি বাংলাও। জি এর সোনার সংসার এর আমন্ত্রণ উপহারটি বেশ নজরকাড়া। বড়সড় কাঠের বাক্সর মধ্যে দুটি লাল থলের একটিতে কড়ি এবং অন্যটিতে এক কৌটো চকোলেট পাঠিয়েছে জি বাংলা। সঙ্গে অ্যাওয়ার্ডের অনুকরণে একটি ছোট মেমেন্টো। দুই চ্যানেলই যে উপহারের দিক দিয়ে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে পরস্পরকে তা বলার অপেক্ষা রাখে না।

What did star jalsha sent in invitation to serial

আরো পড়ুন : ছেড়ে কথা নয় মোটেই, ‘কথা’র জোড়া ভিলেনের পাল্টা দিতে দুর্গার নায়কের এন্ট্রি ‘জগদ্ধাত্রী’তে!

প্রসঙ্গত, স্টার জলসায় এই মুহূর্তে সবথেকে জনপ্রিয় সিরিয়ালের (Serial) তালিকায় রয়েছে কথা এবং গীতা LLB। অ্যাওয়ার্ড শোতেও যে এই দুই সিরিয়ালের মধ্যে টক্কর লাগবে তা বলা বাহুল্য। পাশাপাশি বিজয়ীদের তালিকায় ‘হরগৌরী পাইস হোটেল’ এবং ‘অনুরাগের ছোঁয়া’র ও থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন দর্শকরা।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর