বাংলাহান্ট ডেস্ক : দীর্ঘদিন দর্শকদের অপেক্ষা করানোর পর নতুন অবতারে ছোটপর্দায় ফিরছেন দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy)। এবার আর কোনো ঐতিহাসিক চরিত্র নয়, আদ্যোপান্ত প্রেমের গল্প নিয়ে ফিরছেন তিনি। তাঁর আগামী সিরিয়ালের প্রোমো ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের। শোনা যাচ্ছে, অভিনেতা জিতু কামালের বিপরীতে দেখা যাবে দিতিপ্রিয়াকে (Ditipriya Roy)। এছাড়াও আসছে তাঁর নতুন ছবিও।
সবদিক সমান তালে সামলাচ্ছেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)
আগামীতে ‘পাটলীগঞ্জের পুতুলখেলা’ ছবিতেও দেখা যাবে দিতিপ্রিয়াকে (Ditipriya Roy)। তাঁর নায়ক হিসেবে এই ছবিতে দেখা যাবে সোহম মজুমদারকে। কেরিয়ারে খুব কম বয়সেই দ্রুত উন্নতি করেছেন অভিনেত্রী। পরপর প্রোজেক্ট নিয়ে ব্যস্ত রয়েছেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)। তবে তার মধ্যেই সময় করে সামলাচ্ছেন পড়াশোনা আর প্রেমও।
প্রথম দেখায় কী করেছিলেন দিতিপ্রিয়া: চেন্নাই এফসির গোলকিপার শমীক মিত্রর প্রেমে হাবুডুবু খাচ্ছেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)। সম্পর্ক নিয়ে কোনো রাখঢাক করেননি তিনি। শমীকের সবকিছুই তাঁর পছন্দ, এমনটাও জানিয়েছিলেন দিতিপ্রিয়া (Ditipriya Roy)। এবার তিনি ফাঁস করলেন প্রথম ডেটের কথা। প্রথম বার শমীকের সঙ্গে দেখা করতে গিয়ে কী কাণ্ডটা বাঁধিয়েছিলেন তিনি, তা জানিয়েছেন অভিনেত্রী।
আরো পড়ুন : শান্তিতে থাকতে দেবে না চিন! HMPV-র পর ঘুম ওড়াল নয়া ভাইরাস, মৃত্যু ৬০০ জনের
মুখ খুললেন অভিনেত্রী: সম্প্রতি এক সাক্ষাৎকারে দিতিপ্রিয়া (Ditipriya Roy) বলেন, এর আগে কখনো তিনি এভাবে ডেটে যাননি। বেশ ভয় পেয়ে গিয়েছিলেন তিনি। তাই সঙ্গে নিজের মা আর আরো দুজনকে সঙ্গে করে নিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। তাঁরা বসেছিলেন রেস্তোরাঁর অন্য টেবিলে। কেউ বুঝতেই পারেনি।
আরো পড়ুন : “৮ ঘণ্টার বেশি…..”, দেশের যুব সমাজকে সতর্ক করলেন আদানি! বললেন, “নাহলেই পালাবে বউ”
তবে শমীকের সঙ্গে প্রথম বার কথা বলেই এত ভালো লেগে গিয়েছিল যে সঙ্গে সঙ্গেই মাকে ডেকে আলাপ করিয়ে দিয়েছিলেন তাঁর সঙ্গে। এসব কিছুতে শমীক যে বেশ ঘাবড়েই গিয়েছিলেন তা আর বলার অপেক্ষা রাখে না। তবে দিতিপ্রিয়ার মায়ের সঙ্গেও দারুণ বন্ধুত্ব হয়ে গিয়েছে তাঁর প্রেমিকের।