বাংলাহান্ট ডেস্ক : অপেক্ষার আর মাত্র দুটো দিন। তারপরই আগামী সোমবার উদ্বোধন হতে চলেছে রাম মন্দিরের। রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠান ঘিরে আমন্ত্রণ জানানো হয়েছে বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে। বহু রাজনৈতিক দল রাম মন্দির উদ্বোধন অনুষ্ঠানে যাবে না বলেও জানিয়ে দিয়েছে। এমন অবস্থায় আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ হরভজন সিং এর গলায় শোনা গেল উল্টো সুর।
ভারতের প্রাক্তন এই ক্রিকেট তারকা বলেছেন, আমি চাই আরো বেশি পরিমাণ মানুষ রাম মন্দিরে উদ্বোধন অনুষ্ঠানে যোগদান করুন। আমি অবশ্যই রাম মন্দিরের উদ্বোধন অনুষ্ঠানে যাব, কারণ আমি ধর্মে বিশ্বাসী। যে যা পারে বলুক। ঈশ্বরের প্রতি বিশ্বাস থেকে আমি যাব উদ্বোধন অনুষ্ঠানে। আমার দল থেকে কেউ যান বা না যান, আমার অবস্থান আমি স্পষ্ট করেছি।
আরোও পড়ুন : হাতখরচ জমিয়ে গ্রামে গ্রামে বাথরুম বানাচ্ছে মন্দ্রিতা! বঙ্গ কন্যার কাহিনী শুনে মুগ্ধ সৌরভ, বললেন …
ভারতের প্রাক্তন এই ক্রিকেট স্পিনারের আরো বক্তব্য, ধর্মের নামে রাজনীতি করা কখনোই উচিত নয়। ভগবান রাম সকলের এবং সবার উচিত তাঁর আশীর্বাদ নেওয়া। আমি ঈশ্বরের আশীর্বাদে জীবনের এতটা পর্যায়ে পর্যন্ত পৌঁছাতে পেরেছি। এছাড়াও আম আদমি পার্টির রাজ্যসভার সাংসদ হরভজন সিং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেছেন, আমাদের সৌভাগ্যের বিষয় যে অযোধ্যায় রাম মন্দির তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিকে অনেক অভিনন্দন কারণ তাঁর নেতৃত্বে এই কাজ সম্পন্ন হয়েছে। কেজরিওয়াল সম্পর্কে আমি জানিনা যে তিনি যাবেন কি যাবেন না। আমি আমন্ত্রণ পাই বা না পাই, যাব অবশ্যই। রামলালার সুন্দর মূর্তি সামনে থেকে দর্শন করতে চাই।
‘বিজেপির মেদ হয়েছে…’ বিস্ফোরক দিলীপ ঘোষ, শুভেন্দুকে নিয়েও বড় মন্তব্য প্রবীণ নেতার