বিদেশি ছেলে পছন্দ করে বিয়ে করবে সানা! মেয়ের ‘গুগলি’তে থতমত সৌরভ

বাংলাহান্ট ডেস্ক: অন‍্যকে গুগলি দিয়ে ঘোল খাওয়াতে ভালবাসেন সৌরভ গঙ্গোপাধ‍্যায় (sourav ganguly)। ‘দাদাগিরি’তে (dadagiri) দাদার সঙ্গে খেলা মানেই টস রাউন্ড থেকে শুরু করে জনপ্রিয় গুগলি রাউন্ড, একের পর এক পর্বে প্রতিযোগীকে প‍্যাঁচে ফেলতে বেশ ভালোই পারেন বাংলার মহারাজ। কিন্তু নিজের মেয়েই যে তাঁকে গুগলি দিয়ে দিতে পারে তা কি কখনো ভেবেছিলেন সৌরভ?

খোলসা করেই বলা যাক ব‍্যাপারটা। ‘দাদাগিরি’তে সৌরভের সঙ্গে খেলতে এসে প্রায়ই নানান প্রশ্ন করেন প্রতিযোগীরা। তার মধ‍্যে যেমন সৌরভের খেলার জীবনের গল্প থাকে তেমনি ব‍্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করেন প্রতিযোগীরা। যথা সম্ভব মজার উত্তর দেন ‘দাদা’। তেমনি এ সপ্তাহে সৌরভের সঙ্গে খেলতে আসছেন এক বিদেশিনি। তাঁর প্রশ্ন শুনেই সৌরভ একেবারে কুপোকাত!

IMG 20211217 175601
এ সপ্তাহে দাদাগিরিতে থাকছে রাশিয়ান মেয়ের বাঙালি ঘরের বৌ হয়ে ওঠার কাহিনি। সোশ‍্যাল মিডিয়ার মাধ‍্যমে আলাপ হয় দুজনের। আলাপ পরিচয়ের দেড় বছর পর রাশিয়া থেকে পালিয়ে ভারতে চলে আসেন বিদেশিনি। ভালবেসে বিয়ে করেন দুই ভিন্ন দেশের, ভিন্ন ভাষাভাষীর মানুষ।

https://www.instagram.com/p/CXiLcpaIyyT/?utm_medium=copy_link

দাদাগিরিতে ভাঙা ভাঙা বাংলায় নিজেদের মিষ্টি প্রেমের কাহিনি শুনিয়ে সৌরভের কাছে একটি প্রশ্ন রাখেন বিদেশিনি। সানা (sana ganguly) যদি বিদেশি ছেলেকে পছন্দ করে ওই দেশে চলে যায় তাহলে কী করবে সৌরভ? প্রশ্ন শুনে প্রথমটা থতমত খেয়ে যান দাদাও। তারপর বলেন, “হতেও তো পারে!” তারপরেই তাঁর স্বীকারোক্তি, “দাদাকে ভাবিয়ে দিল আর কী!” উল্লেখ‍্য, চলতি সপ্তাহেই শনি বা রবিবার দেখানো হবে দাদাগিরির এই পর্ব।

974940 g1
প্রসঙ্গত, সৌরভ ডোনার একমাত্র মেয়ে সানা গঙ্গোপাধ‍্যায় এখন রয়েছেন লন্ডনে। সেখানে গ্লোবাল ইউনিভার্সিটিতে পড়ছেন তিনি। মেয়ের সঙ্গে মা ডোনাও রয়েছেন লন্ডনেই। মেয়ের সাফল‍্যে গর্বিত বাবা সৌরভ। আপাতত নিজের কাজ, দাদাগিরির শুটিংয়ের জন‍্য কলকাতাতেই থাকতে হচ্ছে বিসিসিআই প্রেসিডেন্টকে।

Niranjana Nag

সম্পর্কিত খবর