টি-২০ বিশ্বকাপে ভারতের লাগাতার হারের কারণ কী? প্রকাশ্যে এল চাঞ্চল্যকর তথ্য

বাংলা হান্ট ডেস্কঃ রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের পর মরুদেশে বিশ্ব জয়ের স্বপ্ন কার্যত চুরমার হয়ে গিয়েছে বিরাট বাহিনীর। অঙ্ক অনুযায়ী এখনও ক্ষীণ আশা থাকলেও, তাকে না থাকারই শামিল বলা চলে। অথচ শুরু থেকেই বিশ্ব জয়ের অন্যতম প্রধান দাবিদার বলে মনে হয়েছিল ভারতকে। কিন্তু পর পর পাকিস্তান এবং নিউজিল্যান্ডের হাতে বিধ্বস্ত হওয়ার পর সেই স্বপ্ন ভঙ্গ হয়েছে মেন ইন ব্লুর।

অথচ সেই হিসেবে দেখতে গেলে ভারতীয় দলের সুপারস্টারের কোন অভাব নেই। কে এল রাহুল, সহ-অধিনায়ক রোহিত শর্মা, অধিনায়ক বিরাট কোহলি, জাসপ্রিত বুমরাহ, রবীন্দ্র জাদেজা পরপরেই নামগুলি সাজালে মহাভারতের রথী-মহারথীদের তালিকা মনে হওয়াই স্বাভাবিক। তবে কেন আইসিসি টুর্নামেন্টে এত জঘন্য প্রদর্শন ভারতের? বিচার করতে বসলে প্রথমেই যে বিষয়টি সামনে আসে তা হল বিরাট কোহলির অধিনায়কত্ব। খেলোয়াড় হিসেবে একজন অসাধারণ যোদ্ধা হওয়া সত্ত্বেও অধিনায়কত্বের ক্ষেত্রে আইসিসির বড় ম্যাচে বারবার ব্যর্থতায় পর্যবসিত হয়েছে কোহলির স্ট্রাটেজি।

বিশেষজ্ঞদের অনেকেরই মতে বড় বেশি নিরাপত্তার অভাবে ভোগেন কোহলির দলের খেলোয়াড়রা। কারণ পারফরম্যান্স একটু খারাপ হলেই দলে বড়সড় পরিবর্তন করে দেন বিরাট। খেলোয়াড়কে পিছন থেকে সমর্থন করতে তাকে কমই দেখা যায়। এবার বিশ্বকাপেও দেখা গিয়েছে একই ছবি। পাকিস্তান ম্যাচে হারের পর দলের ওপেনিং কম্বিনেশনই পাল্টে ফেলেছেন কোহলি। প্রথিতযশা ওপেনার রাহুল-রোহিতের বদলে রাহুলের সঙ্গে পাঠানো হয়েছে ঈশানকে। যার ফল রবিবার সরাসরি ভুগতে হয়েছে ভারতকে, ব্যাটিং নিয়ে চূড়ান্ত পরীক্ষা-নিরীক্ষা করতে গিয়ে মাত্র ১১০ রানেই শেষ হয়ে গিয়েছে ভারতের ইনিংস।

virat rohit

অন্যদিকে যদি সৌরভ গঙ্গোপাধ্যায় কিম্বা ধোনির ক্যাপ্টেন্সি দেখা হয় সেক্ষেত্রে অবশ্যই চোখে পড়বে ধোনি এবং দাদা কিভাবে নিজের খেলোয়াড়দের পাশে দাঁড়িয়ে সমর্থন করেছেন। মহেন্দ্র সিং ধোনি অনেক সময় এমনও করেছেন যে গোটা টুর্ণামেন্টে কার্যত খেলে গিয়েছে একটাই দল। অর্থাৎ দলে কোন পরিবর্তনই আনেননি তিনি। কিন্তু কোহলির ক্ষেত্রে যেমনটা দেখা যায় না। একথা ঠিক যে টসে হার নিউজিল্যান্ডের বিরুদ্ধে পরাজয়ের অন্যতম কারণ। কারণ প্রথম পর্বে বল সত্যিই পিচে পড়ে কিছুটা থমকে যাচ্ছিল, যা দ্বিতীয় পর্বে সেভাবে দেখা যায়নি। এবারের এই টানা হারের একটা কারণ আইপিএলও বটে, খেলোয়াড়দের যেভাবে পরপর বায়ো বাবেলে থাকতে হয়েছে তারও কিছুটা প্রভাব পড়েছে তাদের পারফরমেন্সে। আকারে-ইঙ্গিতে হলেও এ কথা স্বীকার করে নিয়েছেন দলের স্টার বোলার জসপ্রীত বুমরাহ।

 

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর