কোন দেশ নাগরিকদের উদ্ধারে এগিয়ে, জানুন আমেরিকা ও ব্রিটেনের তুলনায় ভারতের অবস্থা কী

বাংলা হান্ট ডেস্কঃ রাশিয়ার হামলায় ইউক্রেনের পরিস্থিতি ক্রমশ গুরুতর হয়ে উঠছে। রাশিয়ান সৈন্যরা ইউক্রেনের খারকিভ এবং কিয়েভ শহরে বোমা হামলা চালিয়ে যাচ্ছে, হাজার হাজার ছাত্র ও নাগরিক সেখানে আটকা পড়েছে। তবে অনেক দেশ ইউক্রেন থেকে তাদের নাগরিকদের সরিয়ে নেওয়ার জন্য ক্রমাগত অভিযান চালাচ্ছে। ভারতের অপারেশন গঙ্গা’ও ইউক্রেনে আটকে থাকা পড়ুয়াদের উদ্ধারের জন্য চালানো হচ্ছে। আপনি কি জানেন ইউক্রেনে আটকে পড়া নাগরিকদের উদ্ধারে এগিয়ে কোন দেশ? ভারতের অপারেশন গঙ্গার অবস্থা কী? এবং আমেরিকা ও ব্রিটেনের মতো শক্তিধর দেশের নাগরিকদের অবস্থা কেমন সেখানে?

তথ্য অনুযায়ী, ইউক্রেনে মোট ৮০ হাজার বিদেশী পড়ুয়া রয়েছে, যার মধ্যে ১৮ হাজারের বেশি ভারতীয়। এর পরেই রয়েছে মরক্কো, আজারবাইজান, তুর্কমেনিস্তান ও নাইজেরিয়া। আমরা যদি পাকিস্তানের নাগরিকদের কথা বলি, তাহলে তাদের মোট সংখ্যা ১ হাজার ৫০০। যার মধ্যে ৫০০ জন ছাত্র। এছাড়া চীন, আমেরিকা ও ব্রিটেনের অনেক নাগরিকও ইউক্রেনে আটকা পড়েছেন।

ইউক্রেনে আটকে পড়া পড়ুয়াদের উদ্ধারে অপারেশন গঙ্গা শুরু করেছে ভারত। এর আওতায় এ পর্যন্ত কয়েক হাজার  পড়ুয়াকে উদ্ধার করা হয়েছে। ভারত তাদের বিমান পাঠিয়ে পড়ুয়াদের সরিয়ে নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর এর জন্য ভারতের চার মন্ত্রীও ইউক্রেন যাচ্ছেন। অন্যদিকে, চীন এ পর্যন্ত তাদের ছয় হাজার নাগরিককে সরিয়ে নিয়েছে। আর এখন তাদের অভিযান বন্ধ করে দিয়েছে। আমেরিকা ৯০০ কর্মীকে উদ্ধার করেছে। একই সঙ্গে ব্রিটেন, জার্মানি, মিশর, মরক্কো এবং নাইজেরিয়া তাদের নাগরিকদের জন্য নির্দেশিকা জারি করলেও তাদের সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা করেনি। কিছু দেশ তাদের নাগরিকদের অন্য সীমান্তবর্তী দেশে পৌঁছতে বলেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে যে, তারা ইউক্রেনে আটকে পড়া তাদের নাগরিকদের সরিয়ে নিতে সক্ষম নয়। মার্কিন সরকার বলেছে যে, তার নাগরিকদের সীমান্ত অতিক্রম করে অন্যান্য প্রতিবেশী দেশে পৌঁছানো উচিত, তারপরে তাদের সাহায্য করা হবে। অন্যদিকে ব্রিটেন তাদের নাগরিকদের ইউক্রেনের পরামর্শ মেনে চলতে বলেছে। আপনাদের বলে দিই যে, জার্মানি সাময়িকভাবে তার দূতাবাস বন্ধ করে দিয়েছে।

জানিয়ে রাখি, ইউক্রেনে আটকে পড়া ভারতীয় নাগরিকদের উদ্ধারের জন্য কেন্দ্রীয় সরকার চার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, হরদীপ পুরি, কিরেন রিজিজু এবং ভিকে সিংকে যুদ্ধবিধ্বস্ত দেশের প্রতিবেশী দেশগুলিতে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। এসব মন্ত্রী বিশেষ দূত হিসেবে যাবেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া রোমানিয়া ও মলদোভায়, কিরণ রিজিজু স্লোভাকিয়ায়, হরদীপ পুরি হাঙ্গেরিতে এবং ভিকে সিং পোল্যান্ডে মোর্চা সামলাবেন।

গুরুত্বপূর্ণ বিষয় হল স্বাস্থ্য মন্ত্রক ইউক্রেনে আটকে পড়া ভারতীয়দের নিরাপদে আনতে আন্তর্জাতিক ভ্রমণের নিয়ম পরিবর্তন করেছে। এর আওতায় করোনা পরীক্ষা, ভ্যাকসিনেশন এবং এয়ার ফ্যাসিলিটি পোর্টালে প্রাক-নিবন্ধনের প্রয়োজনীয়তা বাদ দেওয়া হয়েছে।

Koushik Dutta

সম্পর্কিত খবর