হাতে পরে থাকেন ‘জীবন্ত’ পাথর, এই ব্রেসলেটই বিষ্ণোইয়ের হাত থেকে বাঁচিয়েছে সলমনকে!

বাংলাহান্ট ডেস্ক : বলিউডি অভিনেতাদের মধ্যে আলাদাই সোয়্যাগ রয়েছে সলমন খানের (Salman Khan)। তাঁর কথার ধরণ, হাঁটার স্টাইল সবটাই ভক্তদের মাঝে বিশেষ জনপ্রিয়। নিজস্ব একটা ব্র্যান্ড বানিয়ে ফেলেছেন সলমন। সবকিছুতেই যেন তিনি অন্যদের থেকে ভিন্ন। বিশেষ করে সলমনের (Salman Khan) স্টাইলে রয়েছে একটি এক্সক্লুসিভ বিষয়। সেটা হল তাঁর হাতের ব্রেসলেট।

ব্রেসলেটটি কখনো কাছছাড়া করেন না সলমন (Salman Khan)

সলমনের (Salman Khan) স্টাইলের এক অবিচ্ছেদ্য অংশ হল তাঁর হাতের ব্রেসলেট। হাতে সবসময় একটি বড়সড় ঢলঢলে ব্রেসলেট পরে থাকেন ভাইজান, যার মধ্যমণি হল একটি বড় নীল পাথর। সলমন (Salman Khan) যেখানেই যান সেখানেই এই ব্রেসলেটটি পরে যান। কখনো নিজের স্টাইল বদলালেও এই ব্রেসলেটটি কখনো নিজের কাছছাড়া করেন না ভাইজান।

আরো পড়ুন : তাঁর সুরের জাদুতে আচ্ছন্ন ছিল গোটা দেশ, এক একটি গান গাইতে কত টাকা নিতেন লতা মঙ্গেশকর, জানেন?

সবসময় হাতে পরে থাকেন

অনেক সিনেমাতেও সলমনকে (Salman Khan) হাতে এই ব্রেসলেট পরে থাকতে দেখা গিয়েছে। তবে কিছু কিছু চরিত্রের জন্য ব্রেসলেটটি খুলতে হয়েছে তাঁকে। নয়তো সবসময় ব্রেসলেটটি হাতেই পরে থাকেন তিনি। কিন্তু এই ব্রেসলেটের বিশেষত্ব কী? কে দিয়েছিল তাঁকে এই ব্রেসলেট? এ বিষয়ে নিজেই জানিয়েছিলেন অভিনেতা।

আরো পড়ুন : সিনিয়র সিটিজেনদের জন্য স্বর্গ, ৫ ধরণের পেনশন দেয় এই দেশ! রাজার হালে থাকেন সকলে

কে দিয়েছিল ব্রেসলেটটি

এক সাক্ষাৎকারে সলমন (Salman Khan) জানিয়েছিলেন, একই ধরণের একটি ব্রেসলেট ছিল তাঁর বাবা সেলিম খানের কাছে। ছোটবেলায় সেই ব্রেসলেটটি নিজের হাতে পরে খেলতেন তিনি। তবে তিনি যখন বলিউডে পা রাখেন তখন সেলিম তাঁকেও একই রকম একটি ব্রেসলেট এনে দেন। সলমন (Salman Khan) জানান, তাঁর ব্রেসলেটে যে পাথরটি রয়েছে সেটি জীবন্ত। এটির নাম ফিরোজা। এমন ধরণের আরো একটি পাথর পাওয়া যায়। এই ব্রেসলেটটিকে সৌভাগ্যের প্রতীক বলে মানেন সলমন।

Salman Khan

তিনি আরো বলেন, ব্রেসলেটটি নাকি নেতিবাচক এনার্জি বুঝতে সক্ষম। যতবার তিনি কোনো অশুভ কিছুর সম্মুখীন হয়েছেন ততবার পাথরটি তা বুঝে গিয়েছে। ভাইজান বলেন, নেতিবাচক কিছু তাঁর দিকে এলে পাথরের শিরায় সেই অশুভ শক্তিকে শুষে নিয়ে ফেটে যায়। এর ফলে সাত বার পাথরে চিড় ধরেছে। সাত বার পাথরটি বদলাতে হয়েছে সলমনকে। এই পাথরের জেরেই কি বিষ্ণোই এর আক্রমণ থেকে বারবার বেঁচে গিয়েছেন সলমন? এমন প্রশ্নও উঠছে।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর