বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে মাঝেমধ্যেই ভুল করে কিছু ব্যক্তির অ্যাকাউন্টে (Bank Account) ব্যাঙ্কের তরফে হঠাৎ করেই টাকা ট্রান্সফার হয়ে যাওয়ার বিষয়টি সামনে আসে। যার ফলে কয়েক মুহূর্তের জন্য হলেও অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা চলে আসে। সম্প্রতি নয়ডাতেও (Noida) একটি প্রাইভেট ব্যাঙ্ক ভুল করে এক ব্যক্তির ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৬ লক্ষ টাকা ট্রান্সফার করে দেয়। এদিকে, সেই ব্যক্তি তাঁর অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নেন এবং ব্যাঙ্ককে ওই বিপুল টাকা ফেরত দিতে অস্বীকার করেন। এমতাবস্থায় প্রশ্ন উঠতে পারে যে, ওই ব্যক্তির কাছ থেকে টাকা আদায়ের আইনি অধিকার ব্যাঙ্কের আছে কি না? শুধু তাই নয়, ওই ব্যক্তি যদি সমস্ত অর্থ ব্যয় করে ফেলেন সেক্ষেত্রেও বা কি হবে? বর্তমান প্রতিবেদনে এই প্রসঙ্গে বিস্তারিত তথ্য উপস্থাপিত করা হল।
প্রথমেই জানিয়ে রাখি যে, ভুল করে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা এসে থাকলে তার মানে এই নয় যে আপনি সেই টাকার মালিক হয়ে গেছেন। আইন অনুসারে, সেই টাকা ফেরত দেওয়ার দায়িত্ব আপনারই। শুধু তাই নয়, আপনি যদি এই টাকা ফেরত না দেন সেক্ষেত্রে ব্যাঙ্ক আপনার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬ ধারায় মামলা নথিভুক্ত করতে পারে। সেক্ষেত্রে দোষী প্রমাণিত হলে হতে পারে তিন বছরের কারাদণ্ডও।
ধারা ৪০৬-এ কি বলা হয়েছে: যদি কোনো ব্যক্তি, স্বল্প সময়ের জন্য হলেও অন্য ব্যক্তির সম্পত্তি বা কোনো ধরণের অর্থ দখল করার পরে, তার অপব্যবহার করে সেই সম্পত্তি বা অর্থ ব্যয় করে বা কোনো প্রতারণামূলক উপায়ে নিজের নামে নিবন্ধিত করে ফেলেন, সেক্ষেত্রে তার বিরুদ্ধে IPC-র ৪০৬ ধারায় ব্যবস্থা নেওয়া যেতে পারে। ঠিক একইভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভুল করে প্রাপ্ত টাকা ফেরত না দেওয়া হলে ওই ধারায় মামলা নথিভুক্ত করা যেতে পারে।
আরও পড়ুন: মিস করবেন না এই সুযোগ! সোনার দামে বিরাট পতন, জেনে নিন সর্বশেষ দর
শুধু তাই নয়, ৪০৬ ধারার সাথে ওই ব্যক্তিকে সাজা দেওয়ার পাশাপাশি সিভিল কার্যবিধির ৩৪ এবং ৩৬ ধারায় অর্থ উদ্ধারের জন্য একটি মামলাও দায়ের করা যেতে পারে। এরপর আদালতে রিকভারি স্যুট ফাইল করা হয়। তারপর আদালত অভিযুক্তের প্রতিটি ধরণের সম্পত্তি খতিয়ে দেখবে এবং তা সংযুক্ত করবে। শেষে ওই সম্পত্তির মাধ্যমে টাকা উদ্ধার করা হবে।
আরও পড়ুন: ভারতের বিরোধিতা করাই হল কাল! আর ট্রুডোকে ক্ষমতায় দেখতে চাইছেন না কানাডার জনগণ
ভুল অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করলে কি করবেন: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার মতে, আপনি যদি ভুলবশত ভুল অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করেন, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আপনার ব্যাঙ্কে বিষয়টি জানানো উচিত। এরপরে, আপনি ৪৮ ঘন্টার মধ্যে আপনার টাকা পাবেন। এর পাশাপাশি গ্রাহককে তার পরিষেবা প্রদানকারী সংস্থা যেমন Paytm, PhonePe এবং Google Pay ইত্যাদির কাছে রিপোর্ট করতে হবে। এক্ষেত্রে আপনি যে মাধ্যমে টাকা স্থানান্তর করেছেন তার কাস্টমার কেয়ার নম্বরে কল করতে হবে।