চিংড়ি-মটন থেকে পাটিসাপটা, বিয়েকেও ছাপিয়ে গেল শ্বেতা-রুবেলের রিসেপশনের মেনু

বাংলাহান্ট ডেস্ক : মাঝখানে খানিক বিরতির পর ফের শুরু হয়েছে বিয়ের মরশুম। শীতের শেষ লগ্নে সেজেগুজে কবজি ডুবিয়ে খেতে বিয়েবাড়ি পৌঁছে যাচ্ছেন আমন্ত্রিত অতিথিরা। সদ্য বিয়ে মিটেছে শ্বেতা ভট্টাচার্য এবং রুবেল দাসের (Sweta-Rubel)। তাঁদের বিয়ে, রিসেপশনের ভেনু থেকে মেনু সবই হচ্ছে ভাইরাল। কিছুদিন আগে শ্বেতা রুবেলের (Sweta-Rubel) বিয়ের মেনু নিয়ে বেশ চর্চা হয়েছে। এবার সামনে এল রিসেপশনের মেনু কার্ড।

কোথায় হয়েছিল রিসেপশনের (Sweta-Rubel) আয়োজন

বারাসতের ছেলে রুবেল (Sweta-Rubel)। বর্তমানে কাজের জন্য টালিগঞ্জে থাকলেও নিজের বাড়ির কাছাকাছিই রিসেপশনের ভেনু ঠিক করেছিলেন তিনি। জানা গিয়েছে, বারাসতের কাছাকাছি যশোর রোডের উপরে বিটি কলেজের কাছে সৃষ্টি গার্ডেন অ্যান্ড লনসে অনুষ্ঠিত হয়েছিল শ্বেতা রুবেলের (Sweta-Rubel) রিসেপশন। বড়সড় জায়গা জুড়ে রয়েছে এই ভেনু, যা জাঁকজমকে রীতিমতো চমকে দেবে খ্যাতনামা ব্যাঙ্কোয়েটগুলিকেও।

What was there in sweta-rubel reception menu

কেমন সেজেছিলেন জুটি: রিসেপশনে আইভরি রঙে সেজে উঠেছিলেন শ্বেতা রুবেল (Sweta-Rubel)। হালকা আইভরি রঙা লেহেঙ্গা পরেছিলেন শ্বেতা। পাশে একই রঙের শেরওয়ানিতে পাওয়া গেল রুবেলকে (Sweta-Rubel)। আর খাওয়া দাওয়া? তারকা জুটির রিসেপশনের মেনুও এবার ভাইরাল হয়েছে নেট পাড়ায়।

আরো পড়ুন : পুলিশের গুলিতে খতম ভিলেন, ‘হরগৌরী’র পর দাঁড়ি পড়ছে জলসার আরেক মেগার গল্পে!

কী ছিল মেনুতে: শুরুতেই ছিল তন্দুরি চা, চিকেন রেশমি কাবাব, প্রন গোল্ডেন কয়েন, ক্রিসপি বেবি কর্ন, চিকেন স্যুপ এবং নানান ধরণের মিষ্টি। অন্য দিকে মেন কোর্সে ছিল বাটার নান, ছানা পনির, তুলাইপাঞ্জি চালের ভাত, ভেটকি পাতুরি, বাসন্তী পোলাও, মটন কষা, চাটনি, পাঁপড়, মিষ্টি। ছিল পাটিসাপটার আয়োজনও।

আরো পড়ুন : মুখোমুখি মা-মেয়ে, অবশেষে দুর্গার সঙ্গে মিলন হল জগদ্ধাত্রীর, TRP আনতে বিরাট টুইস্ট মেগায়

শ্বেতা রুবেলের রিসেপশন পার্টিতেও বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিল নিম ফুলের মধুর গোটা টিম। সৃজনের জেঠিমা ওরফে অভিনেত্রী তনুশ্রী গোস্বামী মিষ্টির প্রেমেই পড়ে গিয়েছেন।

Niranjana Nag
Niranjana Nag

নীরাজনা নাগ, বাংলা হান্টের কনটেন্ট রাইটার। নারুলা ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে স্নাতক পাশ করার পর সাংবাদিকতার সফর শুরু। বিগত ৫ বছর ধরে সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত।

সম্পর্কিত খবর