সোনা-রূপোর দামে রেকর্ড বৃদ্ধি, আগামী কয়েক মাসে কততে পৌঁছাবে দর? ভয়ঙ্কর কথা শোনালেন বিশেষজ্ঞরা

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : সোনার দামে (Gold Price) লাগাতার বৃদ্ধি হয়েই চলেছে। ২০২৫ সালে এখনও পর্যন্ত ৫০ শতাংশ পর্যন্ত বেড়েছে সোনার দাম। ডিসেম্বর ডেলিভারির জন্য MCX সোনার ফিউচার প্রতি ১০ গ্রামে রেকর্ড সর্বোচ্চ ১,১৯,৫৬০ টাকা পর্যন্ত ছুঁয়েছে। একদিনেই দাম বেড়েছে ১৪৫০ টাকা। প্রায় টানা ৭ দিন ধরে সোনার দামে (Gold Price) বৃদ্ধি দেখা গিয়েছে।

সোনার দামে (Gold Price) লাগাতার বৃদ্ধি

গত সপ্তাহেও প্রতি ১০ গ্রামে সোনার দাম (Gold Price) বেড়েছে ৩২২২ টাকা। এমনকি ২০২৬ সালের ফেব্রুয়ারির চুক্তিও প্রতি ১০ গ্রামে বেড়ে পৌঁছেছে ১,২০,৮৪৫ টাকা। কিন্তু সোনার (Gold Price) এই দাম বৃদ্ধির পেছনে কারণ কী রয়েছে? কিছু দেশীয় এবং আন্তর্জাতিক কারণের জেরে সোনার দাম বৃদ্ধি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, রাজনৈতিক, বাণিজ্য এবং ভূরাজনৈতিক ক্ষেত্রে পরিবর্তন এসেছে ২০২৫ এ। আমেরিকায় শাটডাউনের জেরে কপালে ভাঁজ পড়েছে বিনিয়োগকারীদের। নতুন করে নিরাপত্তার কারণে সোনায় (Gold Price) বিনিয়োগ করতে শুরু করেছেন বিনিয়োগকারীরা।

What will be gold price in future

কেন এই দাম বৃদ্ধি: বিশেষজ্ঞরা বলছেন, কেন্দ্রীয় ব্যাঙ্ক ক্রয় বাড়ানোয়, রুপির পতন, ডলারের দুর্বলতা এবং ইটিএফের চাহিদা বৃদ্ধির মতো কারণের জেরে অনিশ্চয়তা বাড়ছে বিশ্বজুড়ে। এমতাবস্থায় বিনিয়োগের ক্ষেত্রে সোনাই (Gold Price) সবথেকে নিরাপদ বিকল্প বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন : ধর্ষণের মামলায় অভিযুক্ত নাবালক, জামিনের নির্দেশ দিয়ে স্কুলে যৌনতার পাঠ পড়ানোয় জোর সুপ্রিম কোর্টের

আন্তর্জাতিক বাজারেও বেড়েছে দাম: বিশ্ব বাজারেও সোনার দাম উর্দ্ধমুখী। সোমবার প্রতি আউন্স সোনার দাম ৩৯০০ ডলার ছাড়িয়ে গিয়েছিল! অন্যদিকে মার্কিন স্পট সোনার দাম (Gold Price) ০.৯ শতাংশ বেড়ে ৩৯২২.২৮ ডলার হয়েছে। মার্কিন সোনার ফিউচারও ১ শতাংশ বেড়ে ৩৯৪৭.৩০ ডলার ছুঁয়েছে। মনে করা হচ্ছে, আমেরিকার শাটডাউন এবং সম্ভাব্য ফেডের সুদের হার কমানোর আশার কারণে সোনা (Gold Price) এবং রূপোর প্রতি বিনিয়োগকারীরা নাকি নতুন করে আকৃষ্ট হচ্ছে।

আরও পড়ুন : বিহারের পর বঙ্গেও SIR! ১১ টির মধ্যে কোন কোন নথি হাতে রাখতে হবে? হয়ে যান সতর্ক

বিশেষজ্ঞদের একাংশের মতে, ফেডারেল রিজার্ভ বছরে দুবার কমাতে পারে সুদের হার। যার জেরে সোনার দাম আরও বাড়তে পারে। ডিসেম্বরের সোনার ফিউচার গত সপ্তাহের সর্বোচ্চ ৩৯২২ ডলারকে ছাপিয়ে গিয়েছে। এর পর তা ৪০০০ ডলার ছুঁতে পারে। তবে এই উত্থানের ফলে লাভের সম্ভাবনা রয়েছে বলেও জানান বিশেষজ্ঞরা।