বাংলাহান্ট ডেস্ক : এতদিন শুধু এক্সপ্রেস ট্রেন এবং মেট্রোতেই ছিল এসি। এবার তালিকায় জুড়ছে লোকাল ট্রেনও (Indian Railways)। বাংলাতেও খুব শীঘ্রই এসি লোকাল ট্রেন চালু হবে সে সুখবর তো আগেই মিলেছিল। শিয়ালদহ-রানাঘাট লাইনের নিত্যযাত্রীরা এবার এসি লোকাল ট্রেনের পরিষেবা পেতে চলেছেন। কেমন হতে চলেছে সেই ট্রেন, ভাড়াই বা কত? বিবৃতি দিল রেল (Indian Railways)।
চালু হতে চলেছে এসি লোকাল ট্রেন (Indian Railways)
লোকাল ট্রেন মানেই প্রচণ্ড ভিড়ে প্যাচপ্যাচে গরমে ভোগান্তির একশেষ। সেই ধারণা এবার বদলাতে চলেছে। গরমের সময়ে নিত্যযাত্রীদের যাতে দুর্ভোগ কমে তার জন্যই এবার বাংলায় এসি লোকাল (Indian Railways) চালুর ভাবনা। পূর্ব ভারতের মধ্যে বাংলাতেই প্রথম চালু হচ্ছে এসি লোকাল।
কেমন হবে নতুন ট্রেন: বুধবার রেলের (Indian Railways) বিবৃতিতে জানানো হয়েছে, এসি লোকালের সবকটি কামরাই শীতাতপনিয়ন্ত্রিত থাকবে। মোট ১২ টি কামরা থাকবে ট্রেনে (AC Local Train)। পুরো ট্রেন তৈরি হচ্ছে স্টেনলেস স্টিল দিয়ে। কামরার দুদিকেই থাকছে স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা। এছাড়াও মেট্রোর মতো এক কামরা থেকে আরেক কামরায় যাওয়ার ব্যবস্থাও থাকছে।
আরও পড়ুন : শেষ মুহূর্তে আর দৌড়াদৌড়ি নয়, ট্রেনে ওঠার মাত্র ১৫ মিনিট আগেও মিলবে বন্দে ভারতের টিকিট!
থাকছে আধুনিক ব্যবস্থা: বেশ কিছু আধুনিক প্রযুক্তিও থাকছে এই এসি লোকালে (Indian Railways)। থাকছে সিসিটিভি, জিপিএস এর দ্বারা নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমও। ট্রেনে যাত্রীদের বসার জন্য মোট ১১২৮ টি আসন থাকছে। পাশাপাশি যাত্রীরা যাতে ভালোভাবে দাঁড়াতে পারেন তার জন্য যথেষ্ট পরিসরও থাকছে। থাকবে অ্যালুমিনিয়ামের তাক।
আরও পড়ুন : হিন্দি আগ্রাসনে ধুঁকছে বাংলা ছবি, ইন্ডাস্ট্রিকে বাঁচাতে মুখ্যমন্ত্রীকে চিঠি দেব-প্রসেনজিৎদের
নতুন লোকাল ট্রেনের গতি হতে চলেছে ঘন্টায় ১১০ কিমি। প্রকাশ্যে আনা হয়েছে ভাড়াও। রেলের (Indian Railways) তরফে জানানো হয়েছে, শিয়ালদহ থেকে দমদম স্টেশন পর্যন্ত ভাড়া হবে ৩৫ টাকা, মাসিক ৬২০ টাকা। ব্যারাকপুর এবং নৈহাটি পর্যন্ত ভাড়া হবে যথাক্রমে ৬০ টাকা এবং ৯০ টাকা। মাসিক ভাড়া হবে যথাক্রমে ১২৭৫ টাকা এবং ১৮১০ টাকা। রানাঘাট পর্যন্ত ভাড়া হবে ১২০ টাকা এবং মাসিক ২৪৩০ টাকা।