বাংলাহান্ট ডেস্ক : চ্যানেলে চ্যানেলে এখন সিরিয়াল (Serial) শুরু আর বন্ধের হিড়িক। একদিক দিয়ে পুরনো গল্প শেষ হচ্ছে, আরেকদিক দিয়ে নতুন ধারাবাহিক শুরু হচ্ছে। যে সিরিয়ালগুলি টিআরপি ধরে রাখতে ব্যর্থ হচ্ছে সেগুলির উপরেই পড়ছে কোপ। এভাবে একাধিক সিরিয়াল (Serial) বন্ধ হয়ে গিয়েছে। ফাঁকা জায়গা দখল করেছে নতুন বা চলতি অন্য ধারাবাহিক।
স্টার জলসার সিরিয়াল (Serial) নিয়ে ধোঁয়াশা
জি বাংলায় পরপর দুটি সিরিয়াল (Serial) বন্ধ হচ্ছে। আবার শুরু হচ্ছে তিনটি নতুন মেগা। অন্যদিকে স্টার জলসার চিত্রটাও কম বেশি একই রকম। নতুন দুটি সিরিয়াল শুরু হচ্ছে। তার জন্য কিছু ধারাবাহিকের (Serial) স্লট পরিবর্তন হচ্ছে। আবার একটি মেগা নিয়ে শুরু হয়েছে গুঞ্জন। সিরিয়ালটি থাকবে না শেষ করে দেওয়া হবে তা এখনো স্পষ্ট নয়।
সিরিয়াল নিয়ে গুঞ্জন: স্টার জলসার অন্যতম সিরিয়াল (Serial) ‘উড়ান’। মহারাজ আর পূজারিনীর গল্প এখনো এক বছরও পূর্ণ করতে পারেনি। গল্পে এখনো নায়ক নায়িকার মধ্যে ঠিক করে প্রেমও গড়ে ওঠেনি। এর মাঝেই হঠাৎ গুঞ্জন ছড়িয়েছে, শেষ হয়ে যেতে বসেছে উড়ান। ইতিমধ্যেই স্লট হারা হয়েছে সিরিয়াল (Serial)। এমতাবস্থায় এই ধারাবাহিকের পরিণতি কী হবে তা এখনো স্পষ্ট হয়নি।
আরো পড়ুন : সিরিয়াল থেকে গায়েব, এবার চুপিসারে বিয়ে সেরে ফেললেন জি বাংলার নায়ক!
শেষ হবে নাকি স্লট বদল: আগামী ১০ ই মার্চ থেকে রাত আটটার স্লটে সম্প্রচারিত হবে এই সিরিয়াল (Serial)। জি বাংলার বেঙ্গল টপার পরিণীতার বিপরীতেই আনা হচ্ছে নতুন মেগাকে। এদিকে ওই স্লটে বর্তমানে সম্প্রচারিত হচ্ছে ‘উড়ান’। কিন্তু দীর্ঘদিন ধরেই স্লটহারা ধারাবাহিকটি (Serial)। বিশেষ করে পরিণীতার বিপরীতে একেবারেই পাত্তা পাচ্ছে না উড়ান। জানা গিয়েছিল, সিরিয়ালের এক অভিনেত্রী নাকি জানিয়েছেন, ধারাবাহিকটি শেষ করে দেওয়া হবে।
আরো পড়ুন : ২০২৪ এর সবথেকে “বিতর্কিত” মুখ, লম্বা গ্যাপের পর স্টার জলসার মেগায় ফিরছেন নায়িকা
বর্তমানে গল্প বলছে, মহারাজের অতীতের স্মৃতি আবারো সামনে এসে দাঁড়িয়েছে। শত্রুর বিরুদ্ধে রুখে দাঁড়ায় সে। পাশে পায় পূজারিনীকেও। অন্যদিকে সোমনাথ প্রিয়াঙ্কাও ফের নতুন করে ষড়যন্ত্র করছে। গল্প যখন জমে উঠেছে, তখনই টেলিপাড়ায় আরেক রকম গুঞ্জন শোনা যাচ্ছে। খবর বলছে, আগামী ১-২ সপ্তাহ নাকি উড়ানকে রাত ১১ টার স্লটে রাখা হতে পারে। তবে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করা হয়নি। শেষমেষ সিরিয়ালটি শেষ করে দেওয়া হয় নাকি রাতের স্লটেই থেকে যায় সেটাই দেখার।