বাংলা হান্ট ডেস্ক: জমে উঠেছে IPL (Indian Premier League)-এর লড়াই। টুর্নামেন্ট যতই এগোচ্ছে ততই প্লে-অফে কোন কোন দল খেলার যোগ্যতা অর্জন করবে সেই পরিসংখ্যান আরও চমকপ্রদ হচ্ছে। গত ম্যাচেই লিগ টেবিলের পেছনে থাকা গুজরাট টাইটান্সের (Gujarat Titans) কাছে খারাপ ভাবে হেরে গিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। যার ফলে আরও ঘেঁটে গেল প্লে-অফের অঙ্ক। ওই ম্যাচটি CSK জিতে গেলে ১৪ পয়েন্ট পেয়ে প্লে-অফের লড়াইতে কিছুটা স্বস্তি পেতেন ধোনিরা। কিন্তু সেটা আর হলনা।
এমতাবস্থায়, চেন্নাইয়ের হাতে এখন রয়েছে ২ টি ম্যাচ। তারা যদি এই ২ ম্যাচ জিতে নেয় সেক্ষেত্রে ১৬ পয়েন্টে হাসিল করতে পারে। এদিকে, শনিবার মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি হচ্ছে KKR। MI ইতিমধ্যেই IPL-এর প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেলেও পয়েন্ট তালিকায় একেবারে প্রথম স্থানে রয়েছে কলকাতা। এমতাবস্থায়, শনিবারের ম্যাচে ইডেন গার্ডেন্সে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে কলকাতা জিতে গেলে প্লে-অফ খেলা নিশ্চিত হয়ে যাবে শ্রেয়স আইয়ারদের।
শুধু তাই নয়, চলতি মরশুমে IPL-এর প্রথম দল হিসেবে প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করবে KKR। আর সেই কারণেই শনিবারের ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে, শনিবার কলকাতায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই, বৃষ্টির কারণে শনিবার যদি ওই ম্যাচটি ভেস্তে যায় সেক্ষেত্রে KKR এবং মুম্বাই উভয় দলই এক পয়েন্ট করে পাবে। সেক্ষেত্রে আদৌ কি কলকাতার কোনো ক্ষতি হবে? চলুন, জেনে নিই বর্তমান প্রতিবেদনে।
আরও পড়ুন: বড় খেল আদানির! নিয়ে এলেন ট্রেনের টিকিট কাটার দুর্দান্ত অ্যাপ, মুহূর্তের মধ্যে সিট হবে কনফার্ম
কলকাতা যদি আজকের ম্যাচটি থেকে ১ পয়েন্ট পায় সেক্ষেত্রে তাদের মোট পয়েন্ট গিয়ে পৌঁছবে ১৭ তে। এই পয়েন্টে তারা প্লে-অফে খেলার যোগ্যতা অর্জন করলেও কোন পজিশনে এই দল থাকবে তা নির্ভর করবে শেষ মুহূর্তের পয়েন্টের ওপর। কারণ, বর্তমান পরিসংখ্যান অনুযায়ী KKR বাদেও প্রথম চারে থাকা বাকি ৩ দলের সুযোগ থাকছে ১৬ বা তার বেশিতে শেষ করার। এক্ষেত্রে, সর্বোচ্চ পয়েন্ট পেতে পারে রাজস্থান (২২)। এরপর হায়দ্রাবাদ ১৮ ও চেন্নাই সুপার কিংস ১৬ পয়েন্টে শেষ করতে পারে।
আরও পড়ুন: সিট কনফার্ম হওয়া সত্বেও দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হয়েছে সফর, যাত্রীর অভিযোগে ২ লক্ষের জরিমানা রেলের
এদিকে, যদি শনিবারের পরে KKR তাদের অবশিষ্ট ২ টি ম্যাচ হেরে যায় সেক্ষেত্রে তারা ১৭ পয়েন্টেই থাকবে। তবে, যদি শনিবারের ম্যাচ থেকে ৩ টি ম্যাচের সবকটিতেই কলকাতা হেরে যায় সেক্ষেত্রে তারা প্লে-অফে নাও পৌঁছতে পারে। কিন্তু ১৭ পয়েন্ট হয়ে গেলে কলকাতা প্লে-অফে পৌঁছলেও তার পরে ৩ টি দলই তাদের থেকে ওপরে শেষ করতে পারবে। তখন চতুর্থ দল হিসেবে প্লে-অফ খেলবে কলকাতা। এমতাবস্থায় সামগ্রিকভাবে, শনিবার ইডেনে হতে চলা মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে কলকাতা যদি ন্যূনতম ১ পয়েন্টও পায় তাহলেই তারা IPL-এর প্রথম দল হিসেবে প্লে-অফে কোয়ালিফাই করে যাবে।