নামমাত্র ভাড়া ধার্য এসি লোকালে, তাও চড়বেন বিনা টিকিটে? ধরা পড়লে কী শাস্তি হতে পারে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : খুব শীঘ্রই শুরু হতে চলেছে বাংলায় এসি লোকাল ট্রেন (AC Local Train)। শিয়ালদহ-রানাঘাট লোকালে এবার শুরু হতে চলছে শীততাপনিয়ন্ত্রিত ব্যবস্থা। একগুচ্ছ আধুনিক সুযোগ সুবিধা দিয়ে সাজানো ট্রেনটিতে (AC Local Train) সুরক্ষা এবং নিরাপত্তা ব্যবস্থাও ঢেলে সাজানো হয়েছে। ইতিমধ্যেই সামনে আনা হয়েছে ভাড়ার তালিকা। এমতাবস্থায় কেউ যদি বিনা টিকিটে সফর করার চেষ্টা করেন, তবে কী হবে?

চালু হয়ে যাচ্ছে এসি লোকাল ট্রেন (AC Local Train)

সব ঠিকঠাক থাকলে আগামী সোমবার থেকে যাত্রী পরিষেবা চালু হয়ে যাবে এসি লোকালের (AC Local Train)। ট্রেনের ভাড়া আমজনতার সাধ্যের মধ্যেই রাখা হয়েছে। নূন্যতম ভাড়া ৩৫ টাকা ধার্য করা হয়েছে এই এসি লোকালের জন্য। সেই সঙ্গে কেউ যাতে বিনা টিকিটে সফর না করে তার জন্য থাকছে কড়া ব্যবস্থা।

What will happen if someone travel without ticket in ac local train

বিনা টিকিটে সফর করলে কী হবে: জানা গিয়েছে, বিনা টিকিটের যাত্রী ধরতে প্রতিটি কামরাতেই থাকছে টিকিট পরীক্ষক। রেল সূত্রে খবর, চাকদহ, কল্যাণী, কাঁচড়াপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, খড়দহ, সোদপুর, দমদম এবং বিধাননগরে দাঁড়াবে ট্রেনটি (AC Local Train)। অন্যান্য ট্রেনের মতোই বিনা টিকিটে এই এসি লোকালে উঠলে দিতে হবে জরিমানা। আপাতত জরিমানা হিসেবে ২৫০ টাকা ধার্য করা হয়েছে। সেই সঙ্গে দিতে হবে নূন্যতম ভাড়া ৩৫ টাকা।

আরও পড়ুন: ১৫ নাকি ১৬ ই অগাস্ট, কবে পড়েছে জন্মাষ্টমী তিথি? পুজোর সঠিক সময়টাও জেনে নিন

কী কী সুবিধা থাকছে: পুরো ট্রেন (AC Local Train) তৈরি হচ্ছে স্টেনলেস স্টিল দিয়ে। কামরার দুদিকেই থাকছে স্বয়ংক্রিয় স্লাইডিং দরজা। এছাড়াও মেট্রোর মতো এক কামরা থেকে আরেক কামরায় যাওয়ার ব্যবস্থাও থাকছে। বেশ কিছু আধুনিক প্রযুক্তিও থাকছে এই এসি লোকালে (Indian Railways)। থাকছে সিসিটিভি, জিপিএস এর দ্বারা নিয়ন্ত্রিত আধুনিক প্যাসেঞ্জার ইনফরমেশন সিস্টেমও। ট্রেনে যাত্রীদের বসার জন্য মোট ১১২৮ টি আসন থাকছে।

আরও পড়ুন : টানা ৯ দিনের টানটান ‘অপারেশন অখল’, রাতভর সংঘর্ষে একাধিক জঙ্গি নিধন, শহিদ ২ জন সেনা জওয়ান

রেলের তরফে জানানো হয়েছে, রবিবার বেলা ১১ টা নাগাদ শিয়ালদহ থেকে ট্রেনের উদ্বোধন হবে। সোমবার থেকে যাত্রীদের জন্য পরিষেবা চালু হওয়ার কথা রয়েছে। রানাঘাট থেকে ট্রেনটি ছাড়বে সকাল ৮ টা ২৯ এ। আর শিয়ালদহে পৌঁছাবে সকাল ১০ টা ১০ এ। আবার শিয়ালদহ থেকে সন্ধ্যা ৬ টা ৫০ এ ট্রেন ছাড়লে রানাঘাট পৌঁছাবে রাত ৮ টা ৩২ মিনিটে।