বাংলাহান্ট ডেস্ক : জোরকদমে চলছে এসআইআর (SIR) এর ফর্ম বিলি। অধিকাংশ বাড়িতেই ইতিমধ্যে ফর্ম পৌঁছে গিয়েছে। কিন্তু ফর্ম ফিল আপ করতে গিয়েই অনেকে পড়ছেন সমস্যায়। কোথায় কোন তথ্য দিতে হবে তা বুঝতে না পেরে ভুলভ্রান্তি হচ্ছে ফর্মে। ফলত আরও বাড়ছে চিন্তা। যদি এসআইআর (SIR) এর এনুমারেশন ফর্ম ফিল আপ করতে গিয়ে কোনও ভুল হয় সেক্ষেত্রে কী করবেন? জানালেন রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী।
এনুমারেশন ফর্মে (SIR) ভুল হলে কী করণীয়
এনুমারেশন ফর্ম পূরণ করতে গিয়ে যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কী করতে হবে? রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, ফর্মে কোনও ভুল হলে সেখানে সেখানে লাইনটি কেটে দিয়ে পাশে সংশোধন করে দিতে হবে। সঙ্গে সেখানে একটি সই করে দিতে হবে।

কী বলল কমিশন: আসলে প্রতিটি ফর্মেই আলাদা আলাদা কিউআর কোড রয়েছে। প্রতিটি ফর্মই ইউনিক। প্রত্যেক ভোটারকে বিএলওর তরফে যে দুটি ফর্ম দেওয়া হয়েছে দুটিতেই একই কিউআর কোড রয়েছে। তিনি বলেন, প্রায় সাড়ে সাত কোটি ভোটারের জন্য ডুপ্লিকেট ফর্ম বের করা খুবই সমস্যাজনক। একরকম অসম্ভবই বলা যায়।
আরও পড়ুন : খবরের কাগজ থেকেই এল সম্বন্ধ, নভেম্বরেই বিয়ের পিঁড়িতে পিসি সরকার কন্যা মৌবনী! পাত্রটি কে?
সতর্ক হয়ে করতে হবে ফিল আপ: অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক বলেন, প্রত্যেক ভোটারকেই দুটি ফর্ম দেওয়া হচ্ছে। যেটিতে কাটাকুটি, সংশোধনের পরিমাণ বেশি থাকবে সেটি নিজের কাছে রেখে অন্যটিকে জমা দিতে হবে বিএলওর (SIR) কাছে।
আরও পড়ুন : শীত পড়তে না পড়তেই হু হু করে বাড়ল ডিমের দাম, কত খরচা হবে এক ট্রে কিনতে?
এসআইআর এর ফর্ম এবার জমা নেওয়া শুরু হবে। অনেকেই ফর্ম পূরণ করতে গিয়ে ভুল করে ফেলছেন। এবার এমন ভুল হলে কী করতে হবে তা জানিয়ে দিল কমি শন।












