বাংলাহান্ট ডেস্কঃ জ্যোতিষ বলে আপনার জন্মের দিন ক্ষণ আপনার চরিত্র সম্পর্কে জানান দেয়। বিভিন্ন মাসে গ্রহ নক্ষত্রের অবস্থান ভিন্ন হওয়ার কারনে মানুষের চারিত্রিক বৈশিষ্ট্য বদলে যায়। জেনে নিন আপনার জন্মমাস আপনার সম্পর্কে কি বলে
জানুযারীঃ এরা একটু কল্পনাপ্রবন ও সাহিত্যানুরাগী । শরীর স্বাস্থ্য তাদের খুব ভালো হয়, তবে শ্বাস-প্রশ্বাস ঘটিত সমস্যা দেখা দিতে পারে। এরা ঘুরতে পছন্দ করে।
ফেব্রুয়ারীঃ এই মাসে জন্মগ্রহণকারীরা সব সম্পর্কেরই গুরুত্ব দেন। অন্যের মনের কথা মুখ দেখে বুঝে ফেলার ক্ষমতা রাখেন।
মার্চঃ এরা খুব জেদি , একই সাথে কঠোর পরিশ্রমী। তারা পড়াশুনা করতে ও অন্যকে পড়াতে ভালোবাসে।
এপ্রিলঃ এই মাসে জন্ম নেওয়া ব্যাক্তিরা খুব রাগী, জেদি ও আবেগপ্রবন হয়। এরা অন্যের ওপর কর্তৃত্ত্ব ফলাতে পছন্দ করে।
মেঃ এরা খুব জেদি হয়। সহজে নিজের মাথা গরম করে ফেলে। মাথা গরম হলে খুব সহজে আবার মাথা ঠান্ডা হয়ে যায়। এদের সাধারণত কান ও গলার সমস্যা হয়ে থাকে।
জুনঃ জুন মাসে জাত খুব রোম্যান্টিক ও হিংসুটে হয়। এদের প্রেম জীবন অত্যন্ত জটিল ও কষ্টের হয়। এরা বাচ্চা একদম ভালোবাসলেও গুরুজনদের খুব সম্মান করেন।
জুলাইঃ এদের স্বভাব খুব ভালো হয়, নম্র ও ভদ্র হয়। এরা উচ্চমানের জিনিসপত্র ব্যবহার করতে ভালোবাসে। সহজে বন্ধু বানিয়ে নিতে পারে আবার সহজে আঘাত পায়।
আগস্টঃ এরা স্বাধীনচেতা। জীবনে চলার পথে মেয়েদের তুলনায় পুরুষদের সাহায্যে এরা এগিয়ে যেতে পারে।
সেপ্টেম্বরঃ সেপ্টেম্বরে জাত মানুষরা খুব দুঃসাহসিক, আক্রমনাত্বক, অনুভুতিপ্রবন হয়ে থাকেন। এদের স্মৃতিশক্তি প্রবল।
অক্টোবরঃ অক্টোবর মাসে যদি কেউ জন্ম নেয় তবে সে বাস্তবতাকে ভালোবাসে, বুদ্ধিমান, চালাক হয়। অত্যন্ত অনুভূতিপ্রবণ ও অন্যের কস্টে কষ্ট পান এবং সহজে আঘাত পেয়ে যান।
নভেম্বরঃ এরা সময়ের আগেই নিজের গন্তব্যে পৌঁছোতে পছন্দ করেন। অনেক অর্থের মালিক হন। কিন্তু সেই অর্থ বেশিদিন নিজের কাছে রাখতে পারেননা।
ডিসেম্বরঃ শান্তি ভালোবাসেন এরা। নির্জনতাও এদের খুব প্রিয়। নিজের জীবন সঙ্গী খোঁজার ব্যাপারে খুব হটকারী সিদ্ধান্ত লেল ।