করোনা রুখতে কঠিন সিদ্ধান্ত Whatsapp -এর, 

বাংলাহান্ট ডেস্কঃ বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান ১৮২ টি দেশে পাঁচ লক্ষেরও বেশি করোনা ভাইরাস ( corona virus) সংক্রমণ রেকর্ড হয়েছে। পৃথিবীর বহু দেশে চলছে লকডাউন। এই মুহুর্তে করোনা নিয়ে সামাজিক মাধ্যমে চলছে জোর জল্পনা। যেখান থেকে ছড়াচ্ছে গুজব। তথ্য বলছে সব থেকে বেশী গুজব ছড়ায় হোয়াটসঅ্যাপ কে মাধ্যম করে। এবার গুজব ঠেকাতে কঠিন সিদ্ধান্ত নিল হোয়াটসঅ্যাপ (Whatsapp)  ।

download 2 3

হোয়াটসঅ্যাপ জানিয়েছে তারা মেসেজ ফরওয়ার্ড করার সীমা নতুন করে স্থির করেছে। অ্যাপটি করোনার ভাইরাস সম্পর্কিত বিভ্রান্তিকর তথ্য রোধ করতে এই পদক্ষেপ নিয়েছে বলে জানা যাচ্ছে। হোয়াটসঅ্যাপ পাঁচ বা তার বেশি বার ফরওয়ার্ড করা বার্তায় ‘ঘন ঘন ফরওয়ার্ডেড’ ট্যাগটি রাখত, যা বার্তাটির সাথে উপস্থিত হয়। তবে এখন এই সীমাটি হ্রাস করা হয়েছে এবং বার্তাটি কেবল একটি চ্যাটে ফরোয়ার্ড করা যেতে পারে।

আজ থেকেই সারা বিশ্বে এই নতুন নিয়মের বাস্তবায়ন করতে চলেছে হোয়াটসঅ্যাপ। পাশাপাশি ফরওয়ার্ড করা বার্তাগুলি যাচাই করার জন্য নতুন ফিচারও এনেছে এই সামাজিক মাধ্যম ।

হোয়াটসঅ্যাপ বলছে যে মাত্র ৫ জনের কাছে কেবল পাঁচটি ফরোয়ার্ড বার্তা প্রেরণের সীমা নির্ধারণের পরে ফরওয়ার্ড করা বার্তার সংখ্যা 25% হ্রাস পেয়েছে। এবার সেই সংখ্যা আরো কমে যাবে বলে মনে করছে ফেসবুকের মালিকানাধীন মেসেজিং অ্যাপটি। ভারত সহ তৃতীয় বিশ্বের দেশগুলি যেখানে শিক্ষার ব্যাবস্থা অত্যন্ত কম, সেখানে এই রকম সামাজিক মাধ্যমের মধ্য দিয়ে গুজব দাবানলের মত ছড়িয়ে পড়ে। যা প্রশাসনের পক্ষে সামাল দেওয়া মুশকিল হয়।


সম্পর্কিত খবর