আমার গানেই স্টার হয়েছে শাহরুখ, আর কোনোদিন ওঁর জন্য গাইব না: অভিজিৎ

বাংলাহান্ট ডেস্ক: বলিউডের খ্যাতনামা গায়কদের মধ্যে একজন অভিজিৎ ভট্টাচার্য্য (Abhijeet Bhattacharya)। আশি নব্বইয়ের দশকে হিন্দি ইন্ডাস্ট্রির এমন একজন অভিনেতাও হয়তো ছিলেন না যাঁর কণ্ঠ হয়ে ওঠেননি অভিজিৎ। বিশেষ করে শাহরুখ খানের (Shahrukh Khan) সব ছবিতেই তাঁর গান থাকবেই, এটাই যেন হয়ে উঠেছিল অলিখিত নিয়ম। দুই তারকার মধ্যে সদ্ভাবও কম ছিল না। কিন্তু অভিজিৎ একবার দাবি করেছিলেন, তিনি শাহরুখের জন্য আর গান গাইবেন না।

শাহরুখের লিপে অভিজিতের গান, প্রায় দু দশক ধরে এই দৃশ্যের সঙ্গেই পরিচিত ছিলেন দর্শকরা। কিন্তু সময় এগোনোর সঙ্গে সঙ্গে বদলায় সবকিছু। শাহরুখ অভিজিৎ জুটিও ভেঙে যায়। জি বাংলার জনপ্রিয় টক শো ‘অপুর সংসার’এ একবার অতিথি হয়ে এসেছিলেন গায়ক। সেখানে বিষয়টা নিয়ে মুখ খুলতে দেখা গিয়েছিল তাঁকে।

abhijeet bhattacharya shahrukh

সঞ্চালক শাশ্বত চট্টোপাধ্যায় জিজ্ঞাসা করেছিলেন, এক সময়ে শাহরুখের লিপে সবথেকে বেশি অভিজিতের গান শোনা যেত। কেন পছন্দ করত এত দর্শকরা? উত্তরে অভিজিৎ বলেন, আগে গানের মধ্যে বাস্তবতা ছিল। উদাহরণ হিসাবে তিনি বলেন, ‘ম্যায় অ্যায়সা গীত গাউ’ গানটির কথা। আর এখন চলে ‘লুঙ্গি ডান্স’। অভিজিৎ স্পষ্ট বলেন, যারা এই পর্যায়ে নেমে গিয়েছে তাদের জন্য আর গান গাওয়ার ইচ্ছা হয় না তাঁর।

অভিজিতের ক্ষোভ তখনো শেষ হয়নি। তিনি বলেছিলেন, এখন ছবির টাইটেল কার্ডে গায়ক গায়িকার নাম আসে সবার শেষে। যখন দর্শকরা হল ছেড়ে বেরিয়ে যায় তখন। এদিকে অভিনেতা অভিনেত্রীরা মঞ্চে উঠে বলে, গায়ক গায়িকাদের জন্যই তাঁরা সফল হয়েছেন।

পুঞ্জীভূত ক্ষোভ থেকে একটা বড় সিদ্ধান্ত নিয়েছিলেন অভিজিৎ। সাংবাদিক বৈঠক ডেকে তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন, তাঁর গানের জোরেই শাহরুখ এত বড় তারকা হয়েছেন। কিন্তু আর কোনোদিন তিনি শাহরুখের হয়ে গান গাইবেন না।

এখানেই থামেননি অভিজিৎ। কার্যত নিজের ঢাক নিজে পিটিয়ে তিনি বলেছিলেন, তাঁর গলা শুধুমাত্র সুপারস্টারদের জন্যই। শুধু শাহরুখ নন, সইফ আলি খান, অক্ষয় কুমারদেরও নাকি তিনিই স্টার বানিয়েছেন বলে দাবি করেছিলেন অভিজিৎ।

Niranjana Nag

সম্পর্কিত খবর