মিলবে সুপারফাস্ট কানেক্টিভিটি! কবে লঞ্চ হবে BSNL 5G? জানিয়ে দিলেন টেলিযোগাযোগ মন্ত্রী

Published on:

Published on:

When is BSNL 5going to be launched?

বাংলা হান্ট ডেস্ক: BSNL শীঘ্রই তার ব্যবহারকারীদের আরেকটি বড় উপহার দিতে চলেছে। মূলত, রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি তাদের 5G পরিষেবা চালু করতে চলেছে। ইতিমধ্যেই কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া নিশ্চিত করেছেন যে, আগামী ৬ থেকে ৮ মাসের মধ্যে সমস্ত BSNL 4G টাওয়ার 5G-তে আপগ্রেড করা হবে। এমতাবস্থায়, 5G টাওয়ার আপগ্রেডের পর, BSNL ব্যবহারকারীরাও Jio, Airtel এবং Vi-এর মতো সুপারফাস্ট কানেক্টিভিটি পেতে শুরু করবেন।

কবে লঞ্চ হতে চলেছে BSNL 5G?

4G পরিষেবা চালু: জানিয়ে রাখি যে, সম্প্রতি প্রধানমন্ত্রী মোদী BSNL-এর 4G পরিষেবা চালু করেছেন। প্রায় ১,০০,০০০ নতুন 4G মোবাইল টাওয়ার একসঙ্গে রোল আউট হয়েছে। যার ফলে ব্যবহারকারীরা 4G পরিষেবা অ্যাক্সেস করতে পারবেন। কোম্পানিটি বিপুল 4G টাওয়ার স্থাপনের প্রস্তুতি নিচ্ছে। বছরের শেষের দিকে BSNL-এর 5G পরিষেবারও সফট লঞ্চ করা হবে। রিপোর্টে বলা হয়েছে যে ডিসেম্বরের মধ্যে দিল্লি এবং মুম্বাইতে BSNL-এর 5G পরিষেবার সফট লঞ্চ করা হবে বলে অনুমান করা হচ্ছে।

কেন্দ্রীয় মন্ত্রী সম্প্রতি এক কনক্লেভে জানান যে ভারতের 4G পরিষেবা সম্পূর্ণরূপে দেশীয় প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি। BSNL-এর 4G নেটওয়ার্কটি C-DOT, Tejas Networks এবং Tata Consultancy Services (TCS) যৌথভাবে তৈরি করেছে। এইভাবে, ভারত বিশ্বের সেই ৫ টি দেশের তালিকায় যোগ দিল যারা দেশীয় প্রযুক্তির ওপর ভিত্তি করে টেলিকম নেটওয়ার্ক তৈরি করেছে।

আরও পড়ুন: ডি গুকেশকে হারিয়ে “কুরুচিকর আচরণ” মার্কিন দাবাড়ুর! ভিডিও ভাইরাল হতেই বিশ্বজুড়ে শুরু সমালোচনা

কেন্দ্রীয় টেলিযোগাযোগ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ওই কনক্লেভের সময় জানান যে, 4G নেটওয়ার্ক বাস্তবায়ন করা BSNL-এর জন্য সহজ ছিল না। দেশীয় প্রযুক্তির উউর ভিত্তি করে 4G স্ট্যাক তৈরিতে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছিল। তিনি আরও বলেন যে, “মাত্র ২২ মাসের মধ্যে, আমরা TCS-এ আমাদের মূল সফ্টওয়্যার, রেডিও অ্যাক্সেস নেটওয়ার্ক (RAN) এবং ভারতীয় সিস্টেম ইন্টিগ্রেটর তৈরি করেছি।”

আরও পড়ুন: ট্রাম্পের সব চেষ্টা হল ব্যর্থ! রাশিয়া থেকে দৈনিক বিপুল তেল কিনছে ভারত, চমকে দেবে পরিসংখ্যান

5G লঞ্চ করার প্রস্তুতি শুরু: BSNL-এর দেশীয় প্রযুক্তির ওপর ভিত্তি করে ৯২,৫৬৪ টি মোবাইল টাওয়ার সারা দেশে চালু করা হয়েছে। এদিকে, ভারত 5G পরিষেবা লঞ্চ করার ক্ষেত্রে দ্রুততম দেশ হয়ে উঠেছে। ইতিমধ্যেই দেশের ৯৯.৮ শতাংশ জেলায় 5G পরিষেবা পৌঁছে গেছে। BSNL-এর 5G পরিষেবা আত্মনির্ভর ভারতের দিকে যাত্রায় একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি তাদের সমস্ত 4G মোবাইল টাওয়ার 5G-তে আপগ্রেড করার প্রস্তুতি নিচ্ছে। কোম্পানির দেশীয় 4G নেটওয়ার্ক সম্পূর্ণ 5G-রেডি। যার ফলে 5G রোল আউটে বেশি সময় লাগবে না বলেই অনুমান করা হচ্ছে।