‘চীন অধিকৃত ভারতের জমি কবে ফিরিয়ে আনবে মোদী সরকার?’ কেন্দ্রকে আক্রমণ রাহুলের

Published On:

বাংলাহান্ট ডেস্কঃ রাজনৈতিক মহলে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী (Rahul gandhi) সর্বদাই কেন্দ্র সরকারের বিপক্ষে কথা বলে এসেছেন। কেন্দ্র সরকারের গৃহীত পদক্ষেপের সর্বদাই বিরোধিতা করে এসেছেন। চীন প্রসঙ্গ হোক কিংবা করোনা ভাইরাস, সবেতেই তিনি কেন্দ্র সরকারের গাফিলতি দেখে এসেছেন প্রথম থেকেই। আবারও রাহুল গান্ধী ভারত চীন উত্তেজনার মধ্যে কেন্দ্র সরকারকে আক্রমণ করতে ছাড়লেন না।

রাহুলের কটাক্ষ
শুক্রবার সকালে তিনি নিজের ট্যুইটার অ্যাকাউন্ট থেকে আবারও চীন বিবাদের প্রসঙ্গ উত্থাপন করে কেন্দ্র সরকারকে বিঁধলেন। তাঁর কথায়, ‘চীন আমাদের জমি দখল করেছে। ভারত সরকার সেই জমি কি ফিরিয়ে আনতে চাইছেন না? নাকি এটা ‘অ্যাক্ট অফ গড’ আইন হয়ে উঠবে?’

চীন আমাদের জমি দখল করছে
পূর্বে কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাদে দেশের প্রত্যেক নাগরিকেরই ভারতীয় সেনাবাহিনীর প্রতি আস্থা, বিশ্বাস রয়েছে। ট্যুইটে তিনি বলেছিলেন, ‘প্রধানমন্ত্রী ছাড়া দেশের প্রতিটি জনগণই ভারতীয় সেনার কাজের প্রতি বিশ্বাস রাখছে। মোদী জির কাপুরুষতার কারণেই চীন আমাদের জমি দখল করতে পেরেছে’।

মোদীকে জোড়া আক্রমণ রাহুলের
প্রসঙ্গত, করোনা ভাইরাস এবং জিডিপির পতন নিয়ে জোড়া বিষয়ে মোদী সরকারকে কোণঠাসা করছেন কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী। এক ট্যুইট করে তিনি বলেছেন, ‘মোদী সরকার দেশের উন্নতির প্রতিটি বিষয়েই ভুল সিদ্ধান্তের পিছনে দৌড়াচ্ছে। এই সংকটকালে মোদী সরকার উটপাখির ন্যায় আচরণ করছে’।

পাশাপাশি দেশের জিডিপির পতনের বিষয়ে কংগ্রেস নেতা জিএসটিকে গব্বার সিং ট্যাক্স আখ্যা দিয়ে বলেছেন, ভারতের দরিদ্র, ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা সমস্যায় পড়ছেন। তাই সকলের উচিত একযোগে প্রতিবাদ জানানো। এটি ভারতের অসংগঠিত অর্থনীতির উপর দ্বিতীয় বড় আক্রমণ, যা পুরোপুরি ব্যর্থ হয়েছে।

X