প্রেগন্যান্ট শুভশ্রীকে তেড়ে মারতে আসেন পার্নো! কী হয়েছিল দুই নায়িকার মধ্যে? শোরগোল টলিপাড়ায়!

বাংলা হান্ট ডেস্কঃ টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে একজন হলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhashree Ganguly)। একাধিক সুপারহিট ছবিতে অভিনয় করেছেন তিনি। অন্যদিকে এই ইন্ডাস্ট্রিরই একজন জনপ্রিয় অভিনেত্রী হলেন পার্নো মিত্র (Parno Mittra)। অনেকেই জানেন না, সুন্দরী এই দুই অভিনেত্রীর মধ্যেই একবার মারামারি হয়েছিল। কী হয়েছিল দুই নায়িকার মধ্যে? আজ সেই কাহিনীই তুলে ধরা হল।

গর্ভবতী শুভশ্রীকে কেন মেরেছিলেন পার্নো?

নায়িকাদের মধ্যে রেষারেষির ব্যাপারটা একেবারেই নতুন নয়। টলিউড থেকে শুরু করে বলিউড, সব ইন্ডাস্ট্রিতেই অভিনেত্রীদের মধ্যেকার অম্লমধুর সম্পর্কের কথা শোনা যায়! কিন্তু তাই বলে মারামারি! তাও আবার কিনা গর্ভবতী অবস্থায়! যদিও এই ঘটনাটি রিয়েল লাইফে নয়, বরং ঘটেছিল রিল লাইফে। রাজ চক্রবর্তী পরিচালিত ‘ধর্মযুদ্ধ’ ছবিতে দেখা গিয়েছিল এই দৃশ্য।

বছর দুয়েক আগে প্রেক্ষাগৃহে রিলিজ করেছিল এই সিনেমা। শুভশ্রী (Subhashree Ganguly), পার্নো ছাড়াও এই ছবির নানান গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছিল স্বাতীলেখা সেনগুপ্ত, ঋত্বিক চক্রবর্তী, সপ্তর্ষি মৌলিক, সোহম চক্রবর্তীর মতো শিল্পীদের। সবার মাঝে আলাদা করে নজর কেড়ে নিয়েছিল শুভশ্রী-পার্নোর অভিনয়। দু’জনের মারামারির দৃশ্য নিয়েও বেশ চর্চা হয়েছিল।

আরও পড়ুনঃ ‘মালা বদল’এর ঘটকদিদি রূপে জিতেছেন দর্শকমন! অভিনেত্রীর আসল পরিচয় শুনলে চমকে যাবেন!

প্রেক্ষাগৃহে রিলিজের প্রায় ২ বছর পর জনপ্রিয় একটি ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেছে ‘ধর্মযুদ্ধ’। সেখানে সিনেমা তৈরির সময়কার বেশ কিছু অজানা কাহিনী তুলে ধরেন রাজ, শুভশ্রী এবং পার্নো। তাঁদের জিজ্ঞেস করা হয়, ‘ধর্মযুদ্ধ’ তৈরির সময় কোনও দৃশ্য শ্যুট করতে স্ট্রাগল করতে হয়েছিল? জবাবে শুভশ্রী হাসতে হাসতে বলেন, পুরো সিনেমাটাই স্ট্রাগল স্টোরি ছিল। এরপরেই পার্নো তাঁর এবং শুভশ্রীর মধ্যেকার মারামারির দৃশ্যের কথা তোলেন।

Subhashree Ganguly Parno Mittra

অভিনেত্রী বলেন, ওই একটি দৃশ্যের জন্য তাঁদের দু’জনকে প্রচুর মারামারি করিয়েছিলেন রাজ। শুভশ্রী (Subhashree Ganguly) জানান, ওই দৃশ্যটি চিত্রনাট্যে ছিল না। শ্যুটিংয়ের সময় তা ঠিক করা হয়। এদিকে ছবিতে তাঁকে প্রেগন্যান্ট দেখানো হয়েছিল। সেই কারণে তাঁকে মারতে হবে শুনে চমকে ওঠেন পার্নো। শেষ অবধি যদিও ভালোয় ভালোয় সম্পন্ন হয় দৃশ্যগ্রহণ।

 

View this post on Instagram

 

A post shared by Hoichoi (@hoichoi.tv)


উল্লেখ্য, বেশ কয়েকবার রিলিজ ডেট পিছনোর পর বড়পর্দায় মুক্তি পেয়েছিল ‘ধর্মযুদ্ধ’। সেখানে কিছু দৃশ্যের জন্য ছবিটি বয়কটের ডাকও উঠেছিল। যদিও ছবির গল্প এবং অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছিলেন দর্শকরা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পড়াকালীন সাংবাদিকতা শুরু। বিগত ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত। রাজনীতি থেকে বিনোদন, ভাইরাল থেকে ভ্রমণ, সব ধরণের লেখাতেই সমান সাবলীল।

সম্পর্কিত খবর