বাংলাহান্ট ডেস্ক: বলিউডের ‘গ্রিক গড’ বলতে আমরা এক ডাকে চিনি হৃতিক রোশনকে (Hrithik Roshan)। কিন্তু তাঁর এই ঈর্ষনীয় ফিগারের পেছনে কিন্তু রয়েছে সলমন খানের (Salman Khan) হাত। তখনো অভিনয়ে পা রাখেননি হৃতিক। কিন্তু ভাইজান বড় দাদার মতো গাইড করেছিলেন তাঁকে। পরবর্তীকালে সলমনের সেই ঋণ সবসময় মনে রেখেছেন হৃতিক। কিন্তু অভিনেতার মনে সেই সম্মানের জায়গাটা নিজেই নষ্ট করেছিলেন সলমন।
বলিউডের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা হলেও ব্যর্থতার মুখ দেখতে হয়েছে হৃতিককেও। ২০১০ এ সঞ্জয় লীলা বনশালি অভিনীত ‘গুজারিশ’ ফ্লপ হয়। ছবিতে অভিনয় করেছিলেন হৃতিক এবং ঐশ্বর্য রাই বচ্চন। সেই বছরই এক অনুষ্ঠানে গুজারিশ এর ফ্লপ হওয়া নিয়ে এক কুরুচিকর মন্তব্য করেছিলেন সলমন।
ব্যঙ্গ করে তিনি বলেছিলেন, “আরে ওটায় তো মাছি উড়ছিল। কিন্তু একটা মশাও দেখতে যায়নি। আরে একটা কুত্তাও যায়নি!” কিন্তু সলমনের এই বিদ্রুপ কষ্ট দিয়েছিল হৃতিককে। এক সাক্ষাৎকারে মনের কষ্ট উজাড় করে দিয়েছিলেন তিনি।
খুব ভদ্র ভাষায় অভিনেতা বলেছিলেন, “আমি চিরদিন সলমনকে একজন ভাল মানুষ হিসাবে জেনে এসেছি। যার প্রতি আমি ভরসা করতে পারি, যাকে ভালবাসা যায়। উনি চিরকাল আমার হিরো থেকেছেন আর থাকবেনও। কিন্তু হ্যাঁ, কোনো পরিচালকের বক্স অফিস কালেকশন আপনার মতো নয় বলে তাঁকে নিয়ে হাসাহাসি করাটা একেবারেই নায়কোচিত নয়।”
তিনি আরো বলেছিলেন, “আমার খারাপ লাগবে যদি কেউ বনশালি সম্পর্কে এমন ভাবে কথা বলে। আমার মতে, একজন প্রকৃত নায়ক কখনোই উল্লাস করেনা। আপনি যদি দারুন সফল হন, সেটা আপনাকে আরো নম্র এবং ভদ্র করে তুলবে।”
দুজনের তিক্ততা মিটতে অনেক সময় লেগেছিল। মিটমাট করতে এগিয়েছিলেন হৃতিকই। এখন অবশ্য সেসব ভুলে গিয়েছেন দুজনেই। সলমনকে সবসময় নিজের মেন্টর বলে পরিচয় দেন হৃতিক। যেকোনো বিষয়ে সলমনের সঙ্গেই তিনি কথা বলতে স্বচ্ছন্দ বোধ করেন।