গলা ফাটানোর জন্য হয়ে যান তৈরি! সামনে এল IPL 2024-এর দিনক্ষণ, এই দিন থেকে শুরু মেগা টুর্নামেন্ট

বাংলা হান্ট ডেস্ক: অবশেষে হতে চলেছে দীর্ঘ অপেক্ষার অবসান। কারণ, আর ঠিক এক মাস পরেই শুরু হতে চলেছে ক্রিকেটের মহাযুদ্ধ IPL (Indian Premier League)। যে টুর্নামেন্টের জন্য সারা বছর অপেক্ষায় থাকেন ক্রিকেটপ্রেমীরা। চলতি বছরের IPL-এর দিনক্ষণ এবার সামনে এসেছে। ইতিমধ্যেই IPL-এর চেয়ারম্যান অরুণ ধুমাল এই বিষয়ে বিস্তারিত তথ্য উপস্থাপিত করেছেন।

তিনি জানিয়েছেন যে, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলতি মরশুমে আগামী ২২ মার্চ থেকে শুরু হতে চলেছে। মঙ্গলবারই এই বিষয়টি নিশ্চিত করেছেন চেয়ারম্যান অরুণ ধুমাল। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া এক বিবৃতিতে ধুমাল তারিখটি সামনে এনেছেন। তবে, জানিয়ে রাখি যে, এই টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি এখনও প্রকাশ করা হয়নি। পাশাপাশি, এই টুর্নামেন্ট পুরোটাই ভারতে অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি।

When will IPL 2024 start

তিনি বলেন, “আমরা টুর্নামেন্টের শুরুর জন্য ২২ মার্চের দিকে তাকিয়ে আছি। আমরা সরকারি সংস্থাগুলির সাথে ভালোভাবে কাজ করছি এবং প্রথমে প্রাথমিক সময়সূচী প্রকাশ করব। পুরো টুর্নামেন্টটি ভারতে অনুষ্ঠিত হবে।” তবে, লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার পরই বাকি তালিকা প্রকাশ করা হবে। পাশাপাশি, ধুমাল আরও জানান, “লোকসভা নির্বাচনের তারিখ আগামী মাসের শুরুতে ঘোষণা করা হবে বলে আশা করা হচ্ছে।”

আরও পড়ুন: বিয়ের মরশুমে গ্রাহকদের মুখে হাসি! ফের সস্তা হল সোনা, দাম কমল রুপোরও, জানুন সর্বশেষ দর

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, আগামী জুনে অনুষ্ঠিত হতে চলা T20 বিশ্বকাপের আগে IPL ২০২৪ হবে ভারতীয় খেলোয়াড়দের জন্য শেষ টুর্নামেন্ট। ইতিমধ্যেই জানা গিয়েছে যে, T20 বিশ্বকাপে রোহিত শর্মা দলের নেতৃত্ব দেওয়ার জন্য প্রস্তুত। এমতাবস্থায়, বোর্ড বিশ্বকাপের জন্য স্কোয়াড নির্বাচন করতে IPL-এ খেলোয়াড়দের ফর্মের দিকে নজর রাখবে।

আরও পড়ুন: ৩০ বছর বয়সে ছেড়েছেন মোটা বেতনের চাকরি! ব্যবসা শুরু করে ১০০ কোটির কোম্পানি দাঁড় করিয়েছেন অহনা

উল্লেখ্য যে, রোহিতকে ভারতের অধিনায়ক হিসেবে নিশ্চিত করেছেন জয় শাহ। BCCI সেক্রেটারি জয় শাহ রাজকোটে তৃতীয় ভারত-ইংল্যান্ড টেস্টের প্রাক্কালে রোহিতের অধিনায়ক হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। শাহ জানান যে, রোহিতের প্রসঙ্গে ড্রেসিংরুম এবং বোর্ডের মধ্যে সবার সমর্থন রয়েছে। ভবিষ্যতের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এই টুর্নামেন্টে তাঁর ডেপুটি হবেন।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর