বাংলাহান্ট ডেস্ক : প্রত্যেক বছরই বর্ষার মরশুমে বাজার ছেয়ে যায় ইলিশে (Hilsa Fish)। গোটা বছর ধরে এই সময়টার জন্যই অপেক্ষায় থাকে ভোজনরসিকরা। জাল আলো করে ধরা পড়ে রূপোলি শষ্য। কিন্তু এ বছরে সব হিসেব যেন ওলটপালট হয়ে গিয়েছে। বাংলাদেশেও হাহাকার ইলিশের (Hilsa Fish)। চড়া দামের জেরে ওপার বাংলাতেও মানুষের জুটছে না ইলিশ। এমতাবস্থায় এবার কি ভারতে আসবে পদ্মার ইলিশ? এই প্রশ্নটাই ঘুরছে সবার মুখে মুখে।
বাংলাদেশেও ইলিশের (Hilsa Fish) আকাল
বাংলাদেশের মৎস্য এবং প্রাণিসম্পদ উপদেষ্টা জানিয়েছেন, এবারের মরশুমে প্রায় ৩৮-৪৮ শতাংশ ইলিশ (Hilsa Fish) কম উঠেছে। বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, মূলত জলবায়ু পরিবর্তনের প্রভাবেই সাগরে বৃষ্টির ধরণ বদলেছে, যে কারণে সাগরে আগের থেকে কম ইলিশ মিলছে। মৎস্য বিতরণ কেন্দ্র সূত্রে খবর, ২০২২-২৩ অর্থবর্ষে এই কেন্দ্র থেকে প্রায় ৩ হাজার ৯৭৫ টন ইলিশ (Hilsa Fish) বিক্রি হয়েছে।
কত ইলিশ বিক্রি হয়েছে: ২০২৩-২৪ অর্থবর্ষে তা এসে দাঁড়ায় ২ হাজার ৫৫৬ মেট্রিক টনে। ২০২৪-২৫ অর্থবর্ষে ১ হাজার ৬২৮ টন ইলিশ (Hilsa Fish) বিক্রি হয়েছে। আর চলতি অর্থবর্ষে অগাস্ট পর্যন্ত দু মাসে বিক্রি হয়েছে ২৬৭ মেট্রিক টন মাছ। এদিকে পুজো যত এগিয়ে আসছে ততই উতলা হয়ে উঠছে ভোজনরসিকরা। পদ্মার ইলিশ (Hilsa Fish) ছাড়াই কি কাটবে এবারের পুজো?
আরও পড়ুন ; শেষ করতে দেওয়া হল না গান, লন্ডনে অরিজিতের শোতে যা কাণ্ড ঘটল… ক্ষোভে ফুঁসছেন ভক্তরা
গুজরাটের ইলিশ কাঁপাচ্ছে বাজার: এবার এখনও পর্যন্ত এপার বাংলায় পদ্মার ইলিশ এসে পৌঁছায়নি ঠিকই, তবে দুধের স্বাদ ঘোলে মেটাচ্ছে গুজরাটের ইলিশ। জানা যাচ্ছে, কলকাতার বাজারগুলিতে রেকর্ড পরিমাণে এসে গুজরাটের ইলিশ (Hilsa Fish)। প্রতিদিন গড়ে ১০০-১৫০ মেট্রিক টন ইলিশ আসছে গুজরাট থেকে হাওড়ার পাইকারি বাজারে। যদিও পুজোর আগে পদ্মার ইলিশের আশায় রয়েছেন ভোজনরসিকরা।
আরও পড়ুন : ফলের লোভ দেখিয়ে বারবার ধর্ষণ, বিবাহিত যুবকের লালসায় অন্তঃসত্ত্বা নাবালিকা! সন্তানের জন্ম দিতেই…
বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, পুজোর আগেই ওপার বাংলা থেকে আসতে পারে ৩ হাজার মেট্রিক টন পদ্মার ইলিশ। পশ্চিমবঙ্গের মৎস্যজীবী অ্যাসোসিয়েশনের তরফে আগেই দেওয়া হয়েছিল চিঠি। সেখানে আবেদন করা হয়েছিল ৫ হাজার টন ইলিশ আমদানির। সেই আবেদনে সাড়া দিয়েই নাকি আসছে বাংলাদেশের ইলিশ।