বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই দেশে দ্রুতগতির বুলেট ট্রেন (Bullet Train) প্রকল্পের কাজ শুরু হয়েছে। বহুপ্রতিক্ষিত এই প্রকল্পকে ঘিরে ইতিমধ্যেই যথেষ্ট আগ্রহ পরিলক্ষিত হয়েছে সকলের মধ্যে। এমতাবস্থায়, একটাই প্রশ্নের উত্তর জানতে চাইছেন প্রত্যেকেই। সেটা হল কবে থেকে দেশে শুরু হবে বুলেট ট্রেন চলাচল? এবার এই প্রশ্নেরই উত্তরের আঁচ কিছুটা হলেও পাওয়া গেল।
এই প্রসঙ্গে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, দেশে বুলেট ট্রেন চলাচল শুরু হতে এখনও অনেকটা সময় বাকি রয়েছে। অর্থাৎ, এখনই শেষ হচ্ছে না অপেক্ষার প্রহর। কারণ মহারাষ্ট্র থেকে গুজরাট পর্যন্ত প্রস্তাবিত বুলেট ট্রেনের প্রকল্পের বাস্তবায়ন হতে এখনও অনেকটা সময় লাগবে বলে অনুমান করা হচ্ছে। শুধু তাই নয়, এই প্রকল্পটি নির্দিষ্ট সময়সীমার আগে শেষ হওয়া অসম্ভব বলেও মনে করছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, এই ট্রেন চলাচল ২০২৮ সালের পরেও বিলম্বিত হতে পারে। কারণ, সর্বশেষ রিপোর্ট অনুসারে এখনও পর্যন্ত এই প্রকল্পের মাত্র ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে বলে জানা গিয়েছে।
এদিকে আধিকারিকরা জানিয়েছেন যে, বুলেট ট্রেন প্রকল্পের প্রথম ট্রায়াল রানটি সুরাট-বিলিমোরার মধ্যে ২০২৬ সালের আগস্ট মাসে সম্পন্ন হওয়ার পরিকল্পনা করা হয়েছিল। এমতাবস্থায়, এই হাই স্পিড করিডোরের গুজরাটের অংশটির কাজ ৩৫.২৩ শতাংশ এবং মহারাষ্ট্রে মাত্র ১৯.৬৫ শতাংশ শেষ হয়েছে। শুধু তাই নয়, মুম্বাই-আহমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্পের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ তথা মুম্বাইয়ের ২১ কিলোমিটারের গুরুত্বপূর্ণ টানেলের কাজটিও এখনও শুরু করা যায়নি। এদিকে, টানেলের নির্মাণ কাজ শেষ হতে প্রায় ৫ বছর সময় লাগবে বলে জানা গিয়েছে।
এমতাবস্থায়, বুলেট ট্রেন প্রকল্পের পরিসংখ্যান প্রকাশ করতে গিয়ে সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সংসদে জানিয়েছিলেন যে, “এখনও পর্যন্ত এই প্রকল্পে গুজরাট এবং দাদরা ও নগর হাভেলিতে মোট ৩৫২ কিলোমিটার উঁচু ভায়াডাক্টের মধ্যে ২৫৭ কিলোমিটার পাইলিং, ১৮০ কিলোমিটার ফাউন্ডেশন, ১৫৫ কিলোমিটার পিয়ার এবং ৩৭ কিলোমিটার গার্ডার চালু করা হয়েছে।”
এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, প্রায় ১,০৮,০০০ কোটি টাকা ব্যয় নির্মিত দেশের প্রথম মুম্বাই-আহমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্প বা বুলেট ট্রেন ৫০৮ কিমি দূরত্ব অতিক্রম করবে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, মুম্বাই-আহমেদাবাদ হাই স্পিড রেল প্রকল্পে সর্বোচ্চ ৩২০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো যাবে এবং মুম্বাই-আহমেদাবাদের মধ্যেকার দূরত্ব মাত্র ১২৭ মিনিটে সম্পন্ন করা যাবে বলেও জানা গিয়েছে।