বাংলা হান্ট ডেস্ক: সম্প্রতি Apple iPhone 17 সিরিজ লঞ্চ করেছে। যেটি ইতিমধ্যেই গ্রাহকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেছে। তবে, এবার মোবাইল প্রেমীদের জন্য একটি বড় আপডেট সামনে এসেছে। এই প্রসঙ্গে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানা গিয়েছে যে, Apple এবার iPhone 16e আপগ্রেডের মাধ্যমে পরবর্তী সাশ্রয়ী মূল্যের iPhone লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। বর্তমানে, Apple এই আসন্ন ফোন সম্পর্কে কোনও তথ্য দেয়নি। তবে এখনও পর্যন্ত ওই ফোনটি সম্পর্কে একাধিক তথ্য লিক হয়েছে। যেগুলি থেকে লঞ্চের টাইমলাইন, ফোনের দাম এবং ফোনে উপলব্ধ স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য পাওয়া গেছে।
Apple iPhone 17e-র স্পেসিফিকেশন (লিক):
ডিজিট অনুসারে, এই ফোনে 6.1 ইঞ্চির সুপার রেটিনা ওএলইডি প্যানেল থাকবে। যার রিফ্রেশ রেট হবে 120 হার্জ। গতি এবং মাল্টিটাস্কিংয়ের জন্য একটি A19 বায়োনিক প্রসেসর সহ 8 জিবি র্যাম এবং 512 জিবি পর্যন্ত অভ্যন্তরীণ স্টোরেজ থাকবে বলে অনুমান করা হচ্ছে। উল্লেখ্য যে, iPhone 16E-তে A18 Bionic প্রসেসর ব্যবহার করা হয়েছিল। এদিকে, নতুন ফোনটিতে একটি মাত্র ক্যামেরা সহ 4000mAh-এর শক্তিশালী ব্যাটারি থাকার সম্ভাবনা রয়েছে। Apple-এর এই সাশ্রয়ী মূল্যের ফোনে ওয়্যারলেস চার্জিংও থাকতে পারে।
ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, এই ফোনে iPhone 16E-র মতোই 48-মেগাপিক্সেলের ক্যামেরা সেন্সর থাকতে পারে। সামনের দিকে, 12-মেগাপিক্সেল সেন্সরের পরিবর্তে সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য একটি 18-মেগাপিক্সেল সেন্সর দেওয়া হতে পারে। iPhone 16e-এর তুলনায়, iPhone 17e তে প্রসেসর এবং ফ্রন্ট ক্যামেরা আপগ্রেড করা হতে পারে।
আরও পড়ুন: হিসেবে গরমিল! আদানির এই কোম্পানির বিরুদ্ধে অ্যাকশন আয়কর দফতরের, হল ২৩ কোটির জরিমানা
ভারতে iPhone 17e-র দাম (লিক): iPhone 16E এর প্রারম্ভিক মূল্য 59,900 থেকে শুরু হয়েছিল। তবে, ফাঁস হওয়া তথ্য অনুসারে 16E-র আপগ্রেডেড মডেলটির দাম 64,900 টাকা হতে পারে।
আরও পড়ুন: জমে গেল খেলা! এবার কুরশি হারাতে চলেছেন মহসিন নকভি? BCCI নিচ্ছে সবথেকে বড় পদক্ষেপ
iPhone 17e কবে লঞ্চ হবে: প্রাপ্ত তথ্য অনুযায়ী, iPhone 17e আগামী বছরের শুরুতে লঞ্চ হতে পারে। এই ফোনের সঠিক লঞ্চ তারিখ নির্দিষ্ট ভাবে জানা না গেলেও ফোনটি আগামী ফেব্রুয়ারিতে লঞ্চ হতে পারে বলে অনুমান করা হচ্ছে।