কবে ঘোষণা হবে T20 বিশ্বকাপের টিম? সামনে এল দিনক্ষণ, বড় আপডেট BCCI-র

বাংলা হান্ট ডেস্ক: IPL (Indian Premier League)-এর ঠিক পরেই অনুষ্ঠিত হতে চলেছে T20 বিশ্বকাপ (ICC Men’s T20 World Cup)। এমতাবস্থায়, গত বছরের ODI বিশ্বকাপের ধাক্কা কাটিয়ে ICC-র ট্রফির খরা কাটানোর আরও একটি সুযোগ রয়েছে ভারতীয় দলের (India National Cricket Team) সামনে।

উল্লেখ্য যে, গত বছর ODI বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল টিম ইন্ডিয়া। তবে, এবার ফের রোহিতের অধিনায়কত্বে ICC-র আরেকটি টুর্নামেন্ট খেলার জন্য প্ৰস্তুত হচ্ছে ভারতীয় দল। এমতাবস্থায়, জানা গিয়েছে যে, এপ্রিলেই এর জন্য খেলোয়াড় বাছাই করা হবে।

 When will the T20 World Cup team be announced.

১ মে’র মধ্যে করতে হবে দল নির্বাচন: উল্লেখ্য যে, এপ্রিলের শেষ সপ্তাহেই ভারতের ১৫ সদস্যের দল নির্বাচন করা হতে পারে। এদিকে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) কাছে দল হস্তান্তরের শেষ তারিখ ১ মে। এমন পরিস্থিতিতে এপ্রিলের শেষ দিকেই জানা যাবে চূড়ান্ত দল সম্পর্কে। তবে, আগামী ২৫ মে পর্যন্ত দলে পরিবর্তনের সুযোগ দেবে ICC। ইতিমধ্যেই ভারতীয় ক্রিকেট বোর্ডের (BCCI) একটি সূত্র PTI-কে এই তথ্য দিয়েছে।

আরও পড়ুন: হাতে সময় নেই বেশি দিন! ১৫ এপ্রিল থেকে বদলে যাবে স্মার্টফোনের নিয়ম, বন্ধ হবে এই প্রয়োজনীয় পরিষেবা

কিছু খেলোয়াড় নিউইয়র্কে পৌঁছবেন: BCCI-এর একটি সূত্র জানিয়েছে, “এপ্রিলের শেষ সপ্তাহে ভারতীয় দল নির্বাচন করা হবে। এই সময়ের মধ্যে IPL-এর প্রথম পর্ব শেষ হয়ে যাবে। এর ফলে নির্বাচক কমিটি IPL-এর পারফরম্যান্সের ওপর ভর করে প্রতিযোগীদের ফর্ম এবং ফিটনেস মূল্যায়ন করবে। পাশাপাশি, ক্রিকেটারদের প্রথম অংশ ১৯ মে IPL-এর লিগ রাউন্ডের পর নিউইয়র্কের উদ্দেশ্যে রওনা হবে। যে সমস্ত খেলোয়াড়রা প্লে অফের জন্য যোগ্যতা অর্জন করতে পারবেন না তাঁরাও দ্রুত সেখানে পৌঁছে যাবেন। যেমনটি গত বছর WTC Final-এর সময় হয়েছিল।”

আরও পড়ুন: ১ এপ্রিল থেকেই বড় পরিবর্তন! লাফিয়ে বাড়বে ৮০০ ওষুধের দাম, ফের টান পড়বে পকেটে

স্ট্যান্ড বাই খেলোয়াড়ও বাছাই করা হবে: উল্লেখ্য যে, এবারে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে T20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। তাই আশা করা হচ্ছে কিছু “স্ট্যান্ড বাই” খেলোয়াড়ও দলের সাথে যাবে। যাতে মূল দলের কোনো খেলোয়াড় আহত হলে ম্যানেজমেন্টকে সমস্যায় পড়তে না হয়। উল্লেখ্য যে, বিশ্বকাপের কোনো প্রতিযোগীকে ওয়ার্কলোড ম্যানেজমেন্টের বিষয়ে কোনো নির্দেশ দেওয়া হয়নি। কারণ তাঁরা এই দুই মাসে ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর