এই কারণে কলকাতা থেকে পড়শি রাজ্যে সরল ডার্বি! হবে কোথায়? রইল লেটেস্ট আপডেট

Published On:

বাংলা হান্ট ডেস্ক: কলকাতা ডার্বি (Kolkata Derby) কোথায় হবে এই নিয়ে শুরু হয়েছে জল্পনা। তবে, ওই ম্যাচ যে কলকাতায় হবে না তা রীতিমতো স্পষ্ট হয়ে গিয়েছে। এদিকে, অনুমান করা হচ্ছে যে এই হাইভোল্টেজ ম্যাচ সম্পন্ন হতে পারে গুয়াহাটি অথবা দিল্লিতে। এর পাশাপাশি ভুবনেশ্বরে হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই ডার্বি ম্যাচের আয়োজক মোহনবাগান সুপার জায়েন্ট গত শনিবার পর্যন্ত এটাই চেষ্টা করেছিল যে যাতে এই ম্যাচ কলকাতাতে সম্পন্ন হয়।

কোথায় হবে ডার্বি (Kolkata Derby) ম্যাচ:

যদিও, রাজ্যের প্রশাসন অর্ধেক দর্শক নিয়েও ম্যাচ করার ক্ষেত্রে রাজি হয়নি। রাজ্যের ক্রীড়ামন্ত্রকের তরফ থেকে জানানো হয় যে, ওই সময়ে গঙ্গাসাগর মেলার কারণে বিপুল সংখ্যক নিরাপত্তা কর্মীর প্রয়োজন। আর সেই কারণেই ডার্বি (Kolkata Derby) ম্যাচে অতিরিক্ত নিরাপত্তা দেওয়া সম্ভব নয়।

Where is the Kolkata Derby moving.

আর সেই কারণেই এই ডার্বি (Kolkata Derby) কোথায় হবে তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। এদিকে, এই ডার্বির ভেন্যুকে ঘিরে একাধিক শহরের নাম উঠে এলেও প্রাধান্য পাচ্ছে গুয়াহাটি। তবে, মোহনবাগান সুপার জায়েন্ট প্রথমে জামশেদপুরে ডার্বি করতে চাইলেও জামশেদপুর এফসি রাজি হয়নি। তারপর Football Sports Development Limited তথা FSDL-এর সাথে আলোচনায় প্রাধান্য দেওয়া হয়েছে গুয়াহাটিকে।

আরও পড়ুন: মাত্র ৪০ মিনিটেই দিল্লি থেকে মিরাট! নমো ভারত ট্রেনে সফর প্রধানমন্ত্রী মোদীর, পড়ুয়াদের সাথে করলেন দেখা

এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ডার্বির (Kolkata Derby) ভেন্যুকে ঘিরে জটিলতা শুরু হলেও এই ম্যাচটি যে আগামী ১১ জানুয়ারি সম্পন্ন হবে তা কার্যত ঠিক হয়ে গিয়েছে। এদিকে, আগামী ১০ জানুয়ারি গুয়াহাটিতে সম্পন্ন হবে পঞ্জাব ও নর্থ ইস্ট ইউনাইটেড এফসি-র ম্যাচ। ফলে টেলিভিশন সম্প্রচারের সরঞ্জাম সেখানেই উপরব্ধ থাকবে। আর সেই কারণেই ম্যাচ অন্যত্র সরাতে হলে মোহনবাগান সুপার জায়েন্টকে বিপুল খরচ করতে হবে। এই কারণেও উঠে এসেছে গুয়াহাটির নাম।

আরও পড়ুন: বর্ডার-গাভাস্কার ট্রফি হাতছাড়া হতেই হল বোধদয়! টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের বিশেষ পরামর্শ দিলেন গম্ভীর

এদিকে, কলকাতা থেকে ডার্বির (Kolkata Derby) ম্যাচ স্থানান্তরিত হওয়ার কারণে স্বাভাবিকভাবেই বাংলার ফুটবল অনুরাগীদের মন খারাপ। তবে, এই ডার্বির যথেষ্ট রুদ্ধশ্বাস হতে চলেছে। ইতিমধ্যেই ঘরের মাঠে হায়দ্রাবাদের বিরুদ্ধে ৩-০ গোলে জিতে নতুন বছর শুরু করেছে মোহনবাগান। যার ফলে দলের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। অপরদিকে, ইস্টবেঙ্গল হায়দ্রাবাদে খেলতে গিয়ে ওই ম্যাচ ড্র করেছে। তবে, ডার্বির ওই ম্যাচের আগে ইস্টবেঙ্গল মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি-র।

Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X