সোমবারে ফের ডার্বি! হারের বদলা নিতে প্রস্তুত লাল-হলুদ, কোথায় মুখোমুখি হবে ইস্টবেঙ্গল-মোহনবাগান?

বাংলা হান্ট ডেস্ক: ফের চড়ছে ডার্বির (Kolkata Derby) উত্তেজনা। মুখোমুখি হতে চলেছে মোহনবাগান (Mohun Bagan) ও ইস্টবেঙ্গল (East Bengal)। তবে, এই ডার্বি হতে চলেছে ছোটদের মধ্যে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, বড়দের ডার্বিতে ৩-১ গোলে ইস্টবেঙ্গলকে পরাজিত করেছে মোহনবাগান। এমতাবস্থায়, ছোটদের এই ডার্বিতেও যে রুদ্ধশ্বাস লড়াই হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখে না।

সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, ছোটদের ম্যাচ হলেও কলকাতার এই দুই বড় ক্লাব মুখোমুখি হলে সেটি যে ডার্বির মতোই উত্তেজনা তৈরি করবে এমনটাই মনে করছেন দুই দলের সমর্থকরা। এদিকে, সোমবার এই ম্যাচ সম্পন্ন হবে নৈহাটির বঙ্কিমাঞ্জলি স্টেডিয়ামে। রিলায়েন্স ডেভলপমেন্ট লিগে মুখোমুখি হতে চলেছে মোহনবাগান ও ইস্টবেঙ্গল (Mohun Bagan Vs East Bengal)। এমতাবস্থায়, ছোটদের ম্যাচ হলেও ফুটবল প্রেমীরা ইতিমধ্যেই ম্যাচটির প্রসঙ্গে তুমুল আগ্রহ প্রকাশ করছেন।

Where will the East Bengal-Mohun Bagan derby take place

উল্লেখ্য যে, এর আগে এই টুর্নামেন্টে ইস্টবেঙ্গল জামশেদপুর এফসি-র বিরুদ্ধে ৩-৩ গোলে ম্যাচ শেষ করে। তবে, ওই ম্যাচে খেলতে দেখা গিয়েছিল সিনিয়র দলের পিভি বিষ্ণুকে। এদিকে, অনুমান করা হচ্ছে যে সোমবারের ম্যাচেও তাঁকে খেলানো হতে পারে। মূলত, সিনিয়র দলের ম্যাচের আগে কিছুটা সময়ে থাকায় বিষ্ণুর মতো অভিজ্ঞ এবং তারকা খেলোয়াড়কে ইস্টবেঙ্গল টিম ম্যানেজমেন্ট ম্যাচের মধ্যেই রাখার চেষ্টা চালাচ্ছে।

আরও পড়ুন: “ওকে দেখে গোটা প্রজন্ম শিখবে”, রোহিত-কোহলি নন, এই খেলোয়াড়ের প্রশংসায় পঞ্চমুখ দ্রাবিড়

এদিকে, ওই ম্যাচের প্রথমার্ধে ০-২ গোলে পিছিয়ে থাকলেও তন্ময়, মুশারফদের সৌজন্যে কামব্যাক করে ইস্টবেঙ্গল। পাশাপাশি, তারা পকেটে পুরে নেয় ১ পয়েন্ট। এমতাবস্থায় ইস্টবেঙ্গল ওই ধারাই অব্যাহত রাখতে চাইবে। যদিও, মোহনবাগানও যে কড়া টক্কর দেবে তা আর বলার অপেক্ষা রাখেনা।

আরও পড়ুন: বাতকর্ম থেকে শুরু করে ব্যবহৃত অন্তর্বাস, এই যুবতী বিক্রি করছেন সবকিছুই! কিনতে পাগল ক্রেতারা

প্রসঙ্গত উল্লেখ্য যে, ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব-১৯ দল বয়স ভাঁড়ানোর অভিযোগে সাসপেন্ড হয়ে যাওয়ার জেরে লাল-হলুদ বড় ধাক্কা খেয়েছে। শুধু তাই নয়, মোহনবাগান অভিযোগ করেছিল যে একটি ডার্বি ম্যাচে ১৯ বছরের চেয়ে বড় বয়সের ফুটবলারকে খেলানো হয়েছে। পাশাপাশি, সরাসরি ফেডারেশনের কাছেই এই অভিযোগ সত্যি বলে প্রমাণ করা হয় মোহনবাগানের তরফে। যার ফলে ইস্টবেঙ্গলকে পড়তে হয়েছে শাস্তির মুখে। এমনকি, এক ফুটবলারের বিরুদ্ধে আধার কার্ড জালিয়াতির অভিযোগও সামনে এসেছিল।


Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর