এশিয়া কাপে কোথায় সম্পন্ন হবে ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচ? ঘোষণা হল টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচির

Published on:

Published on:

বাংলা হান্ট ডেস্ক: ইতিমধ্যেই এশিয়ান ক্রিকেট কাউন্সিল এশিয়া কাপের (Asia Cup 2025) পূর্ণাঙ্গ শিডিউল এবং ভেন্যু ঘোষণা করেছে। এশিয়া ক্রিকেট কাপ ২০২৫ শুরু হচ্ছে আগামী ৯ সেপ্টেম্বর থেকে। ওই টুর্নামেন্টে ভারত ও পাকিস্তানের মধ্যে গ্রুপ পর্বের ম্যাচটি আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইতে সম্পন্ন হবে। এদিকে, এইদুই দলের মধ্যে সুপার সিক্স পর্বের সম্ভাব্য ম্যাচটি আগামী ২১ সেপ্টেম্বর একই ভেন্যুতে সম্পন্ন হবে। এছাড়াও, ২৯ সেপ্টেম্বর সম্পন্ন হতে চলা এই টুর্নামেন্টের ফাইনালটিও দুবাইতে সম্পন্ন হবে।

সামনে এল এশিয়া কাপের (Asia Cup 2025) পূর্ণাঙ্গ সূচি এবং ভেন্যু:

প্রকাশিত শিডিউল অনুযায়ী, এই টুর্নামেন্টে (Asia Cup 2025) ভারত ও পাকিস্তানের মধ্যে ২ টি ম্যাচ হবে। যদি ২ টি দলই ফাইনালে পৌঁছয়, তাহলে ভারত ও পাকিস্তান ৩ বার একে অপরের মুখোমুখি হবে। এদিকে, আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় সম্পন্ন হতে চলা T20 বিশ্বকাপের কথা মাথায় রেখে, এই টুর্নামেন্টটি T20 আন্তর্জাতিক ফরম্যাটে খেলা হবে। ACC গত ২৬ জুলাই ম্যাচগুলি সম্পর্কে ঘোষণা করেছিল। কিন্তু, গত শনিবার সেগুলির ভেন্যু ঘোষণা করা হয়। টুর্নামেন্টের মোট ১৯ টি ম্যাচের মধ্যে ১১ টি ম্যাচ দুবাইতে এবং ৮ টি ম্যাচ আবুধাবিতে সম্পন্ন হবে।

এদিকে, ভারত তাদের প্রথম ২ টি লিগ ম্যাচ আগামী ১০ সেপ্টেম্বর (সংযুক্ত আরব আমিরাশাহীর বিরুদ্ধে) এবং আগামী ১৪ সেপ্টেম্বর (পাকিস্তানের বিরুদ্ধে) দুবাইতে খেলবে। পাশাপাশি, ওমানের বিরুদ্ধে ভারতের শেষ লিগ ম্যাচটি আগামী ১৯ সেপ্টেম্বর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সম্পন্ন হবে। সুপার সিক্স পর্বে আবুধাবিতে মাত্র ১ টি ম্যাচের সূচি রয়েছে। উল্লেখ্য যে, এই টুর্নামেন্টের (Asia Cup 2025) গ্রুপ এ-তে ভারত, পাকিস্তান, ওমান এবং সংযুক্ত আরব আমিরশাহী রয়েছে। গ্রুপ বি-তে রয়েছে আফগানিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং হংকং।

 Where will the India-Pakistan match be played in Asia Cup 2025.

এই প্রসঙ্গে জানিয়ে রাখি যে, এই টুর্নামেন্টটি (Asia Cup 2025) BCCI দ্বারা আয়োজিত হচ্ছে। কিন্তু এটি সংযুক্ত আরব আমিরশাহীটি সম্পন্ন হওয়ার ক্ষেত্রে কারণ হচ্ছে ভারত ও পাকিস্তান পারস্পরিকভাবে সম্মত হয়েছে যে তারা ২০২৭ সাল পর্যন্ত শুধুমাত্র নিরপেক্ষ ভেন্যুতে মুখোমুখি হবে। মূলত, দুই দেশের মধ্যে বর্তমান উত্তেজনার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে

এশিয়া কাপ ২০২৫-এর পূর্ণাঙ্গ সূচি :
গ্রুপ পর্ব:
৯ সেপ্টেম্বর, ২০২৫ (মঙ্গলবার): আফগানিস্তান বনাম হংকং, আবুধাবি
১০ সেপ্টেম্বর, ২০২৫ (বুধবার): ভারত বনাম সংযুক্ত আরব আমিরশাহী দুবাই
১১ সেপ্টেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার): বাংলাদেশ বনাম হংকং, আবুধাবি
১২ সেপ্টেম্বর, ২০২৫ (শুক্রবার): পাকিস্তান বনাম ওমান, দুবাই
১৩ সেপ্টেম্বর, ২০২৫ (শনিবার): বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা, আবুধাবি

১৪ সেপ্টেম্বর, ২০২৫ (রবিবার): ভারত বনাম পাকিস্তান, দুবাই
১৫ সেপ্টেম্বর, ২০২৫ (সোমবার): সংযুক্ত আরব আমিরশাহী বনাম ওমান, আবুধাবি
১৫ সেপ্টেম্বর, ২০২৫ (সোমবার): শ্রীলঙ্কা বনাম হংকং, দুবাই
১৬ সেপ্টেম্বর, ২০২৫ (মঙ্গলবার): বাংলাদেশ বনাম আফগানিস্তান, দুবাই
১৭ সেপ্টেম্বর, ২০২৫ (বুধবার): পাকিস্তান বনাম সংযুক্ত আরব আমিরশাহী, আবুধাবি
১৮ সেপ্টেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার): শ্রীলঙ্কা বনাম আফগানিস্তান, দুবাই
১৯ সেপ্টেম্বর, ২০২৫ (শুক্রবার): ভারত বনাম ওমান, আবুধাবি

সুপার ৪-এর পর্ব:
২০ সেপ্টেম্বর, ২০২৫ (শনিবার): গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২, দুবাই
২১ সেপ্টেম্বর, ২০২৫ (রবিবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার ২, দুবাই
২৩ সেপ্টেম্বর, ২০২৫ (মঙ্গলবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২, আবুধাবি
২৪ সেপ্টেম্বর, ২০২৫ (বুধবার): গ্রুপ বি কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ এ কোয়ালিফায়ার ২, দুবাই
২৫ সেপ্টেম্বর, ২০২৫ (বৃহস্পতিবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ২ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার ২, দুবাই
২৬ সেপ্টেম্বর, ২০২৫ (শুক্রবার): গ্রুপ এ কোয়ালিফায়ার ১ বনাম গ্রুপ বি কোয়ালিফায়ার, দুবাই

ফাইনাল:
২৮ সেপ্টেম্বর, ২০২৫ (রবিবার): ফাইনাল, দুবাই