বিয়ে হতে গিয়েও ভেস্তে যায় শেষমেষ, এই নায়িকার জন্যই আজীবন অবিবাহিত থাকেন রতন টাটা!

বাংলাহান্ট ডেস্ক : চিরবিদায় নিলেন শিল্পপতি রতন টাটা (Ratan Tata)। অসুস্থ হয়ে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। বুধবার রাতে আসে সেই মর্মান্তিক দুঃসংবাদ। প্রয়াত রতন টাটা (Ratan Tata)। তাঁর মৃত্যু ভারতীয় শিল্প জগতে এক অপূরণীয় শূন্যস্থান তৈরি করল। এই ক্ষতি পূরণ হওয়ার নয়। উৎসবের আমেজের মাঝেই দেশজুড়ে নেমে এসেছে শোকের ছায়া।

অবিবাহিত ছিলেন রতন টাটা (Ratan Tata)

রতন টাটার (Ratan Tata) ব্যবসায়িক জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বরাবর চর্চা হয়েছে। সারা জীবন অবিবাহিত থেকেছেন তিনি। যদিও শিল্পপতি বিভিন্ন সাক্ষাৎকারে একাধিক বার জানিয়েছিলেন, বেশ কয়েকবার নাকি বিয়ে হতে হতেও হয়নি তাঁর। একবার লস অ্যাঞ্জেলসেও নাকি প্রায় বিয়ের পিঁড়িতে বসতে গিয়েও শেষমেষ বসা হয়নি তাঁর। তবে এক বলিউড অভিনেত্রীর সঙ্গে রতন টাটার (Ratan Tata) প্রেম জীবন ছিল চর্চার হট টপিক।

আরো পড়ুন : থামল লড়াই, দেবীপক্ষে চুপিসারেই চিরবিদায় নিলেন রতন টাটা

কে ছিল সেই অভিনেত্রী

তিনি সিমি গ্রেওয়াল। বলিউডের জনপ্রিয় এই নায়িকা নিজের সিনেমার থেকেও বেশি পরিচিতি পেয়েছিলেন নিজের শো থেকে। সেখানে বিভিন্ন চলচ্চিত্র তারকাদের সাক্ষাৎকার নিতে দেখা যেত তাঁকে। বেশ জনপ্রিয় হয়েছিল শোটি। এই সিমির সঙ্গেই বেশ গভীর সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন রতন টাটা (Ratan Tata)। দুজনের জীবনেই এই সম্পর্ক যথেষ্ট প্রভাব ফেলেছিল।

আরো পড়ুন : আচমকাই এসে পৌঁছায় মেয়ের মৃত্যু সংবাদ, কান্নায় ভেঙে পড়েছিলেন তনুজা

বিয়ে হতে গিয়েও হয়নি

শোনা যায়, বিভিন্ন সময়ে বেশ কয়েকটি সম্পর্ক এসেছিল রতন টাটার (Ratan Tata) জীবনে। তার মধ্যে অন্যতম ছিল সিমির সঙ্গে সম্পর্কটি। শোনা যায়, বিয়ের কাছাকাছিও পৌঁছে গিয়েছিলেন তাঁরা। কিন্তু রতন টাটার (Ratan Tata) আরো বেশ কিছু সম্পর্কের মতো এটিও শেষমেষ ভেঙে যায়। তবে শিল্পপতির সম্পর্কে সবসময় ইতিবাচক কথা শোনা গিয়েছে সিমির মুখে।

Ratan Tata

অভিনেত্রী বলেছিলেন, রতনের (Ratan Tata) সঙ্গে তাঁর দীর্ঘদিনের সম্পর্ক। তিনি ছিলেন নিখুঁত। এত ভদ্র, তেমনি কৌতুকবোধ, আক্ষরিক অর্থেই একজন জেন্টলম্যান। টাকা কখনোই তাঁকে চালিত করত না, রতন টাটা সম্পর্কে বলেছিলেন সিমি গ্রেওয়াল। পরবর্তীকালে রবি মোহনকে বিয়ে করেন অভিনেত্রী। তবে সেই বিয়ে ভেঙে গিয়েছিল। অন্যদিকে অবিবাহিতই থেকে গিয়েছিলেন রতন টাটা।


Niranjana Nag
Niranjana Nag

সম্পর্কিত খবর