ইডির ডাকেও পরোয়া নেই! পুজোর আগেই নাক-ঠোঁট ঠিক করার হিড়িক টলিপাড়ায়

বাংলা হান্ট ডেস্ক : কারও নিজের নাক নিয়ে সমস্যা তো কারও আবার ঠোঁট নিয়ে। ঈশ্বরপ্রদত্ত চেহারা নিয়ে মোটেও খুশি নন বিনোদন জগতের মানুষজন। আর তাই তো চেহারাকে আরও আকর্ষণীয় করে তুলতে ধরনের অস্ত্রোপচার (Cosmetics Surgery) করিয়ে থাকেন তারা। হলিউড বলিউডের পাশাপাশি এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন টলিপাড়ার (Tollywood) তারকারাও। বিদেশের মানুষজন বিষয়টা নিয়ে অকপট হতে পারলেও টালিগঞ্জের মানুষের মধ্যে এখনও রয়েছে কিন্তু কিন্তু।

প্রসঙ্গত উল্লেখ্য, সম্প্রতি নুসরত জাহানের ইনস্টাগ্রাম স্টোরিতেও এমনই এক জায়গার দেখা মিলল। তিনি এমন এক ক্লিনিকে গিয়েছিলেন যেখানে মুলত সৌন্দর্য বাড়ানোর নানা ধরনের পদ্ধতি ব্যবহার করা হয়। ইডির সমন মাথার উপর থাকলেও নিজের সৌন্দর্যের সাথে কোনও কম্প্রোমাইজ করতে রাজি নন নায়িকা। আর একথা তার সমাজমাধ্যমের পোস্ট থেকেই স্পষ্ট।

তবে কেবল নুসরত জাহানই নন, টলিপাড়ার এমন বহু নায়ক নায়িকাই রয়েছেন যারা এইসব ক্লিনিকের নিয়মিত গ্রাহক। অনেকেই আছেন যাদের ১০ বছর আগেকার চেহারার সাথে এখনকার চেহারা মেলানো ভার। যদিও বিষয়টা নিয়ে কেউই খোলাখুলি কোনও মন্তব্য করতে নারাজ। দিনকয়েক আগেই এক সাক্ষাৎকারে শুভশ্রীকে বোটক্স নিয়ে প্রশ্ন করা হলে তিনিও মুখে কুলুপ আঁটেন। তবে নায়িকারা চুপ থাকলেই কী আর খবর চাপা থাকে?

আরও পড়ুন : নয়া সিজন নয়া সময়! রবিবারের বদলে এইদিন দেখানো হবে সৌরভের ‘দাদাগিরি’

সম্প্রতি রাজ্যের এক স্বনামধন্য পত্রিকা যোগাযোগ করেছিল ইন্ডাস্ট্রির বেশকিছু কলাকুশলীদের সাথে। এই বিষয়ে প্রশ্ন করা হলে এক মেকআপ আর্টিস্ট বলেন, “আমাদের ইন্ডাস্ট্রিতে ভ্রু নিয়ে অনেক নায়িকাই চিন্তিত। তাই নিঁখুত সুন্দর আকর্ষণীয় ভ্রুর জন্য অনেকেই বিভিন্ন ট্রিটমেন্ট করে থাকেন।” ১৭ বছরের কেরিয়ারে অনেক পরিবর্তনই দেখেছেন বলে জানালেন তিনি।

আরও পড়ুন : ‘পরাগকে দাঁ, পলাশকে লাঠি’, শিমুলের হাতেই জব্দ হবে দুই বেয়াদব ভাই! ফাঁস ধুন্ধুমার এপিসোড

care and cure multispeciality hospital 5

অন্যদিকে এক হেয়ার স্টাইলিস্ট বলেন, “ত্বক টানটান করার একটা প্রবণতা তো থাকেই। অনেকে ভ্রু সুন্দর করান। ঠোঁটে ফিলার, নাক নিয়ে পরীক্ষা করাটা তো এখন খুবই স্বাভাবিক ব্যাপার হয়ে গিয়েছে। ত্বক যাতে উজ্জ্বল থাকে তার জন্যও আলাদা ট্রিটমেন্ট করেন অনেকে।” এছাড়াও আজকের দিনে গায়ের রঙ ফর্সা করা থেকে শুরু করে বোটক্স এসব তো খুবই সাধারণ একটা ব্যাপার। যদিও এইসব করাতে ঠিক কত খরচ হয় সেসব নিয়ে মুখ খুলতে নারাজ এই ক্লিনিকগুলি।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর