শুভশ্রী বাদ, জি বাংলার মহালয়ায় মুখ বদল? জল্পনায় দেবের এই নায়িকা!

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : পুজোর দিকে একটা একটা করে যত দিন এগোচ্ছে ততই উন্মাদনা বাড়ছে আমজনতার। পুরোদমে পুজো শুরু হয়ে যাওয়ার আগেই ব্যস্ততা শুরু হয়ে যায় টেলিভিশন (Serial) চ্যানেল গুলিতে। কারণ মহালয়ায় বিশেষ অনুষ্ঠান হয় প্রথম সারির প্রতিটি সিরিয়াল (Serial) চ্যানেলেই। স্টার জলসায় এবার কে হবেন মহিষাসুরমর্দিনী তা নিয়ে জল্পনা অব্যাহত। এর মাঝেই চর্চায় উঠে এল জি বাংলার অনুষ্ঠান।

জি বাংলার মহালয়ায় (Serial) এবার বাদ শুভশ্রী?

প্রতি বছর জি বাংলার মহালয়ায় মা দুর্গা রূপে দেখা যায় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। তাঁর জায়গা একরকম পাকাই হয়ে রয়েছে চ্যানেলে। মাঝে এক বছর তিনি অন্তঃসত্ত্বা থাকায় দুর্গা রূপে ধরা দিয়েছিলেন ‘জগদ্ধাত্রী’ (Serial) নায়িকা অঙ্কিতা মল্লিক। এবারে কে হবেন সিংহবাহিনী? জল্পনায় উঠে এল এক বিশেষ নাম। কে তিনি?

Which serial actress will be durga in zee bangla mahalaya

কাকে নিয়ে চর্চা: ছোটপর্দা দিয়ে শুরু করলেও বর্তমানে বড়পর্দা কাঁপাচ্ছেন তিনি। বিশেষ করে দেবের নায়িকা হয়ে বক্স অফিসে ঝড় তুলেছিলেন অভিনেত্রী। হ্যাঁ, ঠিকই ধরেছেন। কথা হচ্ছে ইধিকা পালের ব্যাপারে। ইদানিং একাধিক কারণে চর্চায় রয়েছেন তিনি। এবার নতুন গুঞ্জন, জি বাংলার মহালয়ায় দুর্গা রূপে ধরা দিতে চলেছেন তিনি।

আরও পড়ুন : ইলিশ প্রেমীদের পোয়াবারো, ট্রলার ভর্তি করে উঠল ৪০০ টন রূপোলি শষ্য! অবশেষে কমবে দাম?

কেন বাদ পড়লেন শুভশ্রী: সূত্রের খবর, এবারে জি বাংলার মহালয়ায় দেবী দুর্গা রূপে অভিনয়ের জন্য নাকি ‘পিলু’ (Serial) অভিনেত্রী ইধিকার কাছে প্রস্তাব গিয়েছে চ্যানেলের তরফে। তাতে তিনি রাজিও হয়েছেন বলে খবর। তবে চ্যানেলের তরফে আনুষ্ঠানিকভাবে কিছুই ঘোষণা করা হয়নি এখনও। এও শোনা যাচ্ছে, এবারেও নাকি প্রথমে শুভশ্রীর কাছেই গিয়েছিল প্রস্তাব। কিন্তু তিনি ছবি, ওয়েব সিরিজের কাজে ব্যস্ত। তাই ‘হ্যাঁ’ করেননি।

আরও পড়ুন : শত্রু দেশে শুরু ‘হাইপারসনিক’ যুগ, তুর্কি-টাইফুনের প্রশ্রয়ে ‘ফোঁস’ করতে পারে পাকিস্তান! কতটা চাপে ভারত?

মাঝে কৌশানী মুখোপাধ্যায়ের নামও উঠে এসেছিল। কিন্তু চ্যানেলের তরফেই নাকি আর এগোনো হয়নি কথা। শেষমেষ নির্বাচন করা হয়েছে ইধিকাকেই। যদিও এ বিষয়ে চ্যানেল বা অভিনেত্রীর তরফে কিছু ঘোষণা না করায় এখনও চূড়ান্ত ভাবে কিছুই বলা যাচ্ছে না।