হু হু করে কমল নম্বর, উলটপালট এ সপ্তাহের TRP তালিকা! প্রথম স্থান কে দখল করল?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বৃহস্পতিবার মানেই টিআরপি (Serial TRP) তালিকার অপেক্ষায় থাকেন অভিনেতা অভিনেত্রী থেকে দর্শকরাও। টিআরপির খেলায় কোন সিরিয়াল এগোলো, কোন সিরিয়াল (Serial TRP) আবার পিছিয়ে গেল তা জানা যায় এই তালিকা থেকেই।

টিআরপি (Serial TRP) তালিকায় প্রথম স্থানে কে?

কয়েক মাস ধরে টিআরপি (Serial TRP) তালিকার শীর্ষস্থান দখল করে রেখেছে স্টার জলসার ‘পরশুরাম’। এ সপ্তাহে পরশুরামের ঝুলিতে উঠেছে ৭.৪ নম্বর। পিছিয়ে নেই ‘ফুলকি’ও। ৬.৯ নম্বর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিকটি (Serial TRP)।

Which serial TRP became at the top of this week

টানটান টক্কর সিরিয়াল গুলির: তিন নম্বরে একসঙ্গে রয়েছে ‘চিরসখা’ এবং ‘জগদ্ধাত্রী’। দুই সিরিয়ালেরই (Serial TRP) প্রাপ্ত নম্বর ৬.৬। চতুর্থ স্থানে এবারও ভালো নম্বর ধরে রেখে জায়গা করে নিয়েছে ‘রাণী ভবানী’। ৬.৫ নম্বর উঠেছে এই ধারাবাহিকের (Serial TRP) ক্ষেত্রে। সপ্তাহে ৬.৭ নম্বর নিয়ে চতুর্থ স্থানে জায়গা দখল করেছিল জলসার এই নতুন সিরিয়াল। বিপরীতে এবার ৫.৪ নম্বর তুলেছে ‘আমাদের দাদামণি’।

নম্বর কমেছে ধারাবাহিকের: পাঁচ নম্বরেও ৬.৪ টিআরপি নিয়ে রয়েছে ‘রাঙামতি’ এবং ‘পরিণীতা’। জমাটি গল্পের জোরে আবারও নম্বর বাড়িয়ে সেরা পাঁচে উঠে এসেছে এই ধারাবাহিক (Serial TRP)। ষষ্ঠ স্থানে রয়েছে ‘চিরদিনই তুমি যে আমার’। এই সিরিয়ালের প্রাপ্ত নম্বর ৫.৭।

আরও পড়ুন : ভোটার-আধার সবই ‘অকেজো’, নাগরিকত্বের প্রমাণ দিতে এখনই জোগাড় করুন এই নথি!

বাংলা সিরিয়ালের সেরা দশ টিআরপি (TRP) তালিকা

প্রথম- পরশুরাম (৭.৪)

দ্বিতীয়- ফুলকি (৬.৯)

তৃতীয়- জগদ্ধাত্রী, চিরসখা (৬.৬)

চতুর্থ- রাজরাজেশ্বরী রাণী ভবানী (৬.৫)

পঞ্চম- পরিণীতা, রাঙামতি তীরন্দাজ (৬.৪)

ষষ্ঠ- চিরদিনই তুমি যে আমার (৫.৭)

সপ্তম- গৃহপ্রবেশ, অনুরাগের ছোঁয়া (৫.৫)

অষ্টম- আমাদের দাদামণি (৫.৪)

নবম- কথা (৫.৩)

দশম- কোন গোপনে মন ভেসেছে (৪.৪)

আরও পড়ুন : যখন খুশি টিকিট কাটার দিন শেষ, যাত্রীদের সুবিধায় বুকিংয়ের নিয়মে বিরাট বদল আনল রেল

এ সপ্তাহের টিআরপি তালিকা দেখলেই স্পষ্ট বোঝা যাচ্ছে বেশ কিছু ধারাবাহিকের নম্বর কমেছে অনেকটাই। নম্বর কমেছে বেঙ্গল টপারেরও। নতুন ধারাবাহিকগুলি কে কাকে কেমন টক্কর দেয় সেটাই দেখার অপেক্ষা।